পাকিস্তান বিরোধী স্লোগান তুলে হামলা হল সিপিএম কেন্দ্রীয় কমিটি দফতর একে গোপালন ভবনে।রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ। দিল্লির ভাই বীর সিংহ মার্গে গোল মার্কেট এলাকায় সিপিএমের কেন্দ্রীয় কার্যালয়ে এ দিন আচমকাই ঢুকে পড়ে জনা সাত-আটেক হামলাকারী।অফিসটি লক্ষ্য করে তারা এলোপাথাড়ি পাথর ছুঁড়তে থাকে। অফিসের সামনে থাকা হোর্ডিংয়ের ওপর হামলাকারীরা কালো কালি দিয়ে ‘পাকিস্তান মুর্দাবাদ’ লিখে দেয়। হামলাকারীরা অবশ্য কোনও সাংগঠনিক ব্যানার নিয়ে আসেনি। তবে দু’-এক জনের মাথায় ‘আম আদমি সেনা’ লেখা টুপি দেখা গিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। যদিও সিপিএমের অভিযোগ, ‘‘এই ভাবে নিজেদের পরিচয় গোপন রাখার চেষ্টা করেছে হামলাকারীরা। আসলে তারা আরএসএসেরই লোকজন।’’
আরও পড়ুন- ভুলবেন না আপনি সবার প্রধানমন্ত্রী, প্রাক্তনের বার্তা কি বর্তমানের কানে ঢুকবে!
জেএনইউ-এ ছাত্র নেতা গ্রেফতারির বিরুদ্ধে যে বিরোধী প্রতিবাদ রাজধানীতে উঠেছে, সিপিএম-ও তাতে সামিল। এই কারণেই রবিবারের হামলা বলে মনে করা হচ্ছে।
হামলাকারীদের এক জনকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দিয়েছেন সিপিএম পার্টি কর্মীরা। ঘটনার পর পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে সিপিএম দফতরের বাইরে। নিরাপত্তা বেড়েছে সিপিআই দফতরেও।
ওই ঘটনার পর সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি টুইট করেছেন, ‘‘টুইট কা জবাব পাথ্থর সে?’’
সীতারাম ইয়েচুরির করা টুইট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy