সুপ্রিম কোর্ট।- ফাইল চিত্র।
গোরক্ষার নামে হিংসাকে কোনও ভাবেই সমর্থন করে না কেন্দ্র। যাঁরা সেই সব ঘটনা ঘটাচ্ছেন, এ দেশে তাঁদের কোনও জায়গা নেই।
শুক্রবার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের তরফে এ কথা জানিয়েছেন সলিসিটর জেনারেল রঞ্জিত কুমার। গত মাসে একই কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গোরক্ষার নামে দেশের বিভিন্ন প্রান্তে যে একের পর এক গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটে চলেছে তার প্রতিবাদে দায়ের করা একটি জনস্বার্থ মামলার শুনানিতে এ দিন সলিসিটর জেনারেল বলেন, ‘‘আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি পড়ে রাজ্যের এক্তিয়ারে। এ ব্যাপারে কেন্দ্রের কিছু করণীয় নেই। তবে কেন্দ্রীয় সরকার মনে করে গোরক্ষার নামে যাঁরা হিংসার ঘটনায় জড়িয়ে পড়ছেন, তাঁরা আইনত ঠিক কাজ করছেন না। এ দেসে তাঁদের কোনও জায়গা নেই। গোরক্ষার নামে হিংসাকে কেন্দ্র্রীয় সরকার সমর্থন করে না।’’
আরও পড়ুন- রাজ্যে কার ঘর ভাঙল বিজেপি? ১৫ ভোটের হিসাব নিয়ে তুঙ্গে জল্পনা
সম্প্রতি গোরক্ষার নামে হিংসার ঘটনা ঘটেছে যেখানে, সেই রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাত, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র ও কর্নাটক সহ ৬টি রাজ্যের কাছে আগেই কৈফিয়ত তলব করেছিল শীর্ষ আদালত। সেই নোটিসের জবাবে শুক্রবার ঝাড়খণ্ড ও গুজরাত সুপ্রিম কোর্টে জানিয়েছে, দুই রাজ্য প্রশাসনই ওই সব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy