Advertisement
১৯ নভেম্বর ২০২৪
National News

রেলে পীযূষ, প্রতিরক্ষায় নির্মলা, নতুন মন্ত্রী ৯ জন

সরকারের শীর্ষ সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবনে রবিবার সকাল সাড়ে ১০টায় অন্তত ন’জন নতুন মন্ত্রী শপথ নেবেন। সরকারি সূত্রের যুক্তি, প্রধানমন্ত্রীর ‘নতুন ভারত’-এর লক্ষ্যে নতুন টিম তৈরিতে ‘ফোর পি ফর পি’ সূত্র নেওয়া হয়েছে।

নির্মলা সীতারমন ও পীষূষ গয়াল।

নির্মলা সীতারমন ও পীষূষ গয়াল।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৭ ০৯:৪০
Share: Save:

প্রতিরক্ষা মন্ত্রী হলেন নির্মলা সীতারমন। ইন্দিরা গাঁধীর পর দ্বিতীয় কোনও মহিলা প্রতিরক্ষা মন্ত্রী হলেন এ দেশে।

মনোহর পর্রীকর গোয়ার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রক থেকে পদত্যাগ করেছিলেন। তার পর থেকে অর্থ মন্ত্রকের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রকেরও দায়িত্ব ছিল অরুণ জেটলির কাঁধে।

সুরেশ প্রভুকে সরিয়ে নতুন রেলমন্ত্রী পীযূষ গয়াল। কয়লামন্ত্রকও থাকছে গয়ালের হাতে।

সুরেশ প্রভু হলেন বাণিজ্য মন্ত্রী।

নতুন ক্রীড়া মন্ত্রী হলেন রাজ্যবর্ধন সিংহ রাঠৌর।

আরও পড়ুন: পরিবর্তনের পর পূর্ণাঙ্গ মোদী মন্ত্রিসভা

নীতীন গডকড়ী পেলেন নদী উন্নয়ন, গঙ্গা পুনরুজ্জীবনের দায়িত্ব।

কে জে অ্যালফোন্স স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পর্যটনমন্ত্রী হলেন।

১১.১৫: শপথ অনুষ্ঠান শেষ হল।

শপথ নিলেন কেরলের প্রাক্তন আইএএস অফিসার কে জে অ্যালফোন্স।

শপথ নিলেন সত্যপাল সিংহ।ইনি উত্তরপ্রদেশের বাগপতের সাংসদ।

শপথ নিলেন রাজস্থানের জোধপুরের সাংসদ গজেন্দ্র শেখাওয়াত।


বাঁদিক থেকে কে জে অ্যালফোন্স, বীরেন্দ্র কুমার, অনন্তকুমার হেগড়ে

শপথ নিলেন প্রাক্তন আইএফএস আধিকারিক হরদীপ সিংহ পুরী।

প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিহারের আরার সাংসদ আর কে সিংহ। আর কে সিংহ প্রাক্তন আইএএস অফিসার. ১৯৯০তে আডবাণীর রামরথ আটকে তাঁকে গ্রেফতার করেছিলেন। সে সময় বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন লালুপ্রসাদ।


বাঁদিক থেকে হরদীপ সিংহ পুরী, সত্যপাল সিংহ, আর কে সিংহ

শপথ নিলেন অনন্তকুমার হেগড়ে। ইনিও মোদী মন্ত্রিসভায় নতুন মুখ।কর্নাটকের সাংসদ।

নতুন মুখ বীরেন্দ্র কুমার, অশ্বিনীকুমার চৌবে, শিবপ্রতাপ শুক্ল।শুক্ল উত্তরপ্রদেশের রাজ্যসভার সাংসদ।

শপথ নিচ্ছেন বীরেন্দ্র কুমার। মধ্যপ্রদেশের টিকমগাহর সাংসদ।


বাঁদিক থেকে অশ্বিনীকুমার চৌবে, গজেন্দ্র শেখাওয়াত, শিবপ্রতাপ শুক্ল।

শপথ নিলেন অশ্বিনীকুমার চৌবে। তিনি বিহারের বক্সারের সাংসদ।

শপথ নিলেন শিবপ্রতাপ শুক্ল। মন্ত্রিসভায় নতুন মুখ তিনি।

পদোন্নতি পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধানের।

শপথ নিলেন মুক্তার আব্বাস নকভি।

শপথ নিলেন নির্মলা সীতারমন।

শপথ নিলেন পীযূষ গয়াল।

শপথবাক্য পাঠ করাচ্ছেন রাষ্ট্রপতি।

শপথ নিলেন ধর্মেন্দ্র প্রধান।

এলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

মন্ত্রিসভায় এখনই যোগ দিতে নারাজ নীতীশ।

রেল মন্ত্রকে রদবদলের সম্ভাবনা।

১০.৪০ মিনিট: রাষ্ট্রপতি ভবনে এলেন প্রধানমন্ত্রী।

কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লক্ষ্য, আগামী লোকসভা নির্বাচনের আগে ঘর গুছিয়ে নেওয়া।

সরকারের শীর্ষ সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবনে রবিবার সকাল সাড়ে ১০টায় অন্তত ন’জন নতুন মন্ত্রী শপথ নেবেন। সরকারি সূত্রের যুক্তি, প্রধানমন্ত্রীর ‘নতুন ভারত’-এর লক্ষ্যে নতুন টিম তৈরিতে ‘ফোর পি ফর পি’ সূত্র নেওয়া হয়েছে। যার অর্থ, ‘প্রগ্রেস’ (অগ্রগতি)-র জন্য প্যাশন (আবেগ), প্রফিসিয়েন্সি (দক্ষতা), প্রফেশনাল (পেশাদার) ও পলিটিকাল অ্যাকুমেন (রাজনৈতিক বোধ)-এর মাপকাঠিতে নতুন মন্ত্রীদের বাছা হয়েছে। এই ন’জনের মধ্যে দু’জন প্রাক্তন আমলা, একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ও একজন প্রাক্তন কূটনীতিক। এঁরা হলেন কেন্দ্রের প্রাক্তন স্বরাষ্ট্রসচিব রাজ কুমার সিংহ, ১৯৯০ তে আদবানীর রামরথ আটকে তাঁকে গ্রেফতার করেছিলেন ইনি।আবার দিল্লিতে জবরদখল উচ্ছেদ করে ‘ডেমলিশন ম্যান’ বলে খ্যাত আলফোন্স কান্নানথানম, রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রাক্তন স্থায়ী প্রতিনিধি হরদীপ সিংহ পুরী ও মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার সত্যপাল সিংহ। ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে তৃতীয়বার মন্ত্রিসভার রদবদল করলেন। মন্ত্রিসভায় রদবদলের আগেই রাজীব প্রতাপ রুডি, কলরাজ মিশ্র সহ ৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy