ছবি: সংগৃহীত।
এখন থেকে কারেন্ট অ্যাকাউন্ট থেকে সপ্তাহে ৫০ হাজার পর্যন্ত টাকা তুলতে পারবে বাণিজ্যিক সংস্থাগুলি। ব্যবসায়ীদের জন্যও একই নিয়ম। প্রাথমিক ভাবে বাধা থাকলেও এ দিন থেকে ওই নতুন নিয়ম কার্যকর হবে। তবে সঙ্গে একটি শর্তও জুড়ে দেওয়া রয়েছে। ওই কারেন্ট অ্যাকাউন্ট অন্তত তিন সপ্তাহ সক্রিয় থাকতে হবে।
বাতিল নোটের বদলে নতুন নোট হাতে পেতে এখন দেরী হচ্ছে। ব্যাঙ্ক-এটিএএম-পোস্ট অফিসের সামনে দীর্ঘ লাইনে প্রতীক্ষার প্রহর গুণেছেন অনেকেই। সাধারণ মানুষের মধ্যে ভোক্ষের আঁচও তীব্র হতে শুরু করেছে। পরিস্থিতি যাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় তা দেখতে মোদী সরকারের তরফে বেশ কিছু ছাড়ের ঘোষণা করা হল।
ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। তার মধ্যে ব্যবসায়ীদের ছাড়ের কথা ঘোষণা করা হয়। বৈঠক শেষে অর্থসচিব শক্তিকান্ত দাশ আরও জানিয়েছেন, দেশ জুড়ে ২ লাখ কুড়ি হাজার এটিএমের মাধ্যমে যাতে টাকা তোলা যায় সে দিকে লক্ষ রাখবে রিজার্ভ ব্যাঙ্ক। তা ছাড়া, ওই সমস্ত লেনদেনের চার্জের উপর ছাড় দেওয়া হবে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনকে এ নিয়ে নির্দেশ দিয়েছে আরবিআই। ব্যাঙ্কগুলিও এই আওতায় পড়বে।
আরও পডুন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy