প্রতীকী ছবি।
জাতীয় সুরক্ষা, ব্যক্তিপরিসর এবং আধার নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় কমিটিতে আলোচনা রুখতে সরব হলেন বিজেপি সাংসদেরা। সম্প্রতি আধার ও ব্যক্তিপরিসর নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নেয় কমিটি। সূত্রের খবর, তা রুখতে কমিটির চেয়ারম্যান পি চিদম্বরমকে পাঁচ বিজেপি সাংসদ চিঠি দিয়ে বলেছেন, প্রথমত, বিষয়টি আইটি ও টেলিকম মন্ত্রকের বিষয়। দ্বিতীয়ত, কংগ্রেস নেতা জয়রাম রমেশের সুপ্রিম কোর্টে করা মামলার আইনজীবী হলেন চিদম্বরম। ফলে বিষয়টির সঙ্গে চিদম্বরমের স্বার্থও জড়িত বলে অভিযোগ ওই বিজেপি সাংসদদের।
আজ স্থায়ী কমিটিতে লক্ষদ্বীপ সংক্রান্ত বৈঠকের পরে ওই বিষয়টি নিয়ে আলোচনা হবে কিনা, সেই বিতর্ক শুরু হয়। আবেদনকারী বিজেপি সাংসদেরা না এলেও বিষয়টি সভায় তোলেন শাসক দলের সাংসদ কিরণ খের। প্রথম যুক্তি মেনে নিয়ে সংসদীয় কমিটি জানায়, বিষয়টি আইটি-টেলিকম কমিটি এবং সুরক্ষার সঙ্গে আধার যুক্ত থাকায় স্বরাষ্ট্র কমিটি—দু’টিতেই আলোচনা হতে পারে। আর চিদম্বরমের স্বার্থের সংঘাতের প্রশ্নে কমিটির এক সদস্য বলেন, ‘‘চিদম্বরমের দাবি তিনি বিনা পারিশ্রমিকে ওই মামলা লড়ছেন। প্রয়োজন হলে বিরোধী দলের অন্য কোনও নেতা সে দিন চিদম্বরমের পরিবর্তে চেয়ারম্যানের ভূমিকায় থাকবেন।’’ বিরোধী শিবিরের দাবি, আধার নিয়ে আলোচনার প্রশ্নে বিরোধী শিবির একজোট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy