ছবি: সংগৃহীত।
দেশের সাতটি রাজ্য-সহ একটি কেন্দ্রশাষিত অঞ্চলে হিন্দুদের সংখ্যালঘু তকমা দেওয়া হোক। এই মর্মে আবেদন করে একটি জনস্বার্থ মামলা রুজু হল সুপ্রিম কোর্টে।
দিল্লির বিজেপি নেতা তথা আইনজীবী অশ্বিনীকুমার উপাধ্যায় শীর্ষ আদালতে এই জনস্বার্থ মামলা করেছেন। তাঁর দাবি, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর, পঞ্জাবের মতো রাজ্যগুলিতে এবং কেন্দ্রশাষিত অঞ্চল লক্ষদ্বীপে হিন্দুদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এমনকী, সেখানকার হিন্দু ধর্মাবলম্বী মানুষজন সাধারণ অধিকার থেকেও বঞ্চিত। পাশাপাশি তাঁর আরও আবেদন, কেবলমাত্র জম্মু-কাশ্মীর ছাড়া ওই অঞ্চলের সংখ্যালঘু সম্প্রদায়ের বিজ্ঞপ্তিও বাতিল করা হোক। কারণ, তা সংবিধানের মৌলিক কাঠামোর বিরোধী।
আরও পড়ুন
বিচারকদের বেতন বাড়াতে ভুলে গেলেন? কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
বিনা টিকিটেই ট্রেন ও বিমানে চড়ল সাত বছরের মেয়ে!
অশ্বিনীকুমার জানিয়েছেন, কেন্দ্র বা রাজ্য— কোনও সরকারই ১৯৯২ সালের জাতীয় সংখ্যালঘু কমিশন আইনের আওতায় হিন্দুদের ‘সংখ্যালঘু’ তকমা দেয়নি। মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আইন ও বিচারমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের উদ্দেশেও আবেদন করেছেন ওই বিজেপি নেতা। তাঁর মতে, সংখ্যালঘু বা সংখ্যাগুরু— এই সংকীর্ণ সাম্প্রদায়িক রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করা রাষ্ট্রের দায়িত্ব।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy