বম্বে হাইকোর্টের রায় তাঁর পক্ষে যেতেই বিজেপি-কে তীব্র আক্রমণ করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। —ফাইল চিত্র।
আদালতে আবার বড় সাফল্য পেল কংগ্রেস। আর ফের অস্বস্তির মুখে পড়ল বিজেপি। আদর্শ আবাসন কেলেঙ্কারিতে মহরাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বাণের বিরুদ্ধে তদন্তের নির্দেশ খারিজ করে দিল বম্বে হাইকোর্ট।
আদর্শ কোঅপারেটিভ হাউজিং সোসাইটি মামলায় নাম জড়ানোর পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে অশোক চহ্বাণকে পদত্যাগ করতে হয়েছিল। প্রতারণার মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করার দাবি জানিয়েছিল বিজেপি। ২০১৩ সালে মহারাষ্ট্রের রাজ্যপাল কে শঙ্করনারায়ণন অবশ্য অশোক চহ্বাণের বিরুদ্ধে তদন্তের অনুমতি দিতে অস্বীকার করেন। কিন্তু ২০১৪ সালের পর থেকে অশোক চহ্বাণের প্রতিকূলতা বাড়তে শুরু করে। দিল্লির মসনদের পাশাপাশি মহারাষ্ট্রের মসনদও সে বছরই বিজেপি-র হাতে আসে। দেবেন্দ্র ফডণবীসের সরকার আদর্শ কেলেঙ্কারির তদন্তে নতুন করে তৎপর হয়। ২০১৬ সালে মহারাষ্ট্রের রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের অনুমতি দিয়ে দেন। সেই অনুমতিই শুক্রবার খারিজ হয়ে গিয়েছে।
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বাণ এখন মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন। তিনি নানদেড়ের সাংসদও। আদর্শ মামলায় রাজ্যপাল তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়ায় চহ্বাণ বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন। আজ রায় ঘোষণার পর চহ্বাণ বলেন, ‘‘শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়েছে। দেশের বিচারব্যবস্থার উপরে সব সময়ই আমরা আস্থাশীল ছিলাম।’’ বিজেপি-কে আক্রমণ করে অশোক চহ্বাণের মন্তব্য, ‘‘এই সব ইস্যুকে কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে ব্যবহার করেছিল বিজেপি।’’ ২০১৪ সালের নির্বাচনের আগে কংগ্রেসের ভাবমূর্তিতে কালি লেপতেই নানা কেলেঙ্কারির অভিযোগ তোলা হয়েছিল বলে অশোক চহ্বাণ এ দিন দাবি করেছেন।
বম্বে হাইকোর্টের রায়কে বড় জয় হিসেবে দেখছে কংগ্রেস। ছবি: শাটারস্টক।
আরও পড়ুন: ডাহা ফেল ইডি-সিবিআই, মুখ পুড়ল মোদী সরকারের
সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাতে গত ২২ বছরের মধ্যে সবচেয়ে ভাল ফল করেছে কংগ্রেস। সোমবার ফল প্রকাশ হয়েছিল নির্বাচনের। তার তিন দিন পরে বৃহস্পতিবার ফের সুখবর পৌঁছয় কংগ্রেস শিবিরে। মনমোহন সিংহের সরকারের বিরুদ্ধে ওঠা টু-জি স্পেকট্রাম কেলেঙ্কারি মামলাতে স্বস্তি পায় কংগ্রেস। আদালত জানিয়ে দেয়, আর্থিক দুর্নীতির কোনও প্রমাণ মেলেনি। শুক্রবার আরও এক দফা সুখবর। আদর্শ আবাসন কেলেঙ্কারি মামলাতেও মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বাণকে রেহাই দিয়ে দিল বম্বে হাইকোর্ট।
আরও পড়ুন: মুণ্ডপাতে কংগ্রেস, দেখা নেই বিনোদের
এক সপ্তাহের মধ্যে এতগুলি সুখবরে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত কংগ্রেস। আর ২০১৪-র লোকসভা নির্বাচনের আগে যে সব দুর্নীতির অভিযোগকে তুলে ধরে কংগ্রেসের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হয়েছিল বিজেপি, পর পর দু’দিনে আদালতের হস্তক্ষেপে তেমনই দু’টি ইস্যু হাতছাড়া হয়ে যাওয়ায় অস্বস্তিতে গেরুয়া শিবির।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy