Advertisement
০৬ নভেম্বর ২০২৪
National News

আপনারা কি পাকিস্তানের সমর্থক? সাংবাদিকদের প্রশ্ন বিহারের মন্ত্রীর

মঙ্গলবার পটনায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সদ্য গঠিত জেডি(ইউ)-বিজেপি জোট সরকারের খনি ও ভূতত্ত্ব মন্ত্রী বিনোদ কুমার। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। ‘ভারতমাতা কি জয়’ বলে স্লোগান দিতে থাকেন তিনি।

বিনোদ কুমার সিংহ। ছবি:সংগৃহীত।

বিনোদ কুমার সিংহ। ছবি:সংগৃহীত।

সংবাদ সংস্থা
পটনা শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৭ ১৮:৪৯
Share: Save:

ভরা সভায় সাংবাদিকদের ‘ভারতমাতা’র নামে জয়ধ্বনি দিতে বলেছিলেন। কিন্তু, অনেকেই তাতে সায় দেননি। তাতেই মেজাজ হারালেন মন্ত্রী বিনোদ কুমার সিংহ। ক্ষুব্ধ মন্ত্রীর প্রশ্ন, “আপনারা কি পাকিস্তানের সমর্থক?” বিহারের ওই বিজেপি নেতা তথা মন্ত্রী বিনোদ কুমারের এ হেন কীর্তিতে উস্কে উঠেছে বিতর্ক।

আরও পড়ুন

ভাড়াবড়িতে রেমন্ডের প্রাক্তন মালিক, কাঠগড়ায় ছেলে

মঙ্গলবার পটনায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সদ্য গঠিত জেডি(ইউ)-বিজেপি জোট সরকারের খনি ও ভূতত্ত্ব মন্ত্রী বিনোদ কুমার। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। ‘ভারতমাতা কি জয়’ বলে স্লোগান দিতে থাকেন তিনি। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদেরও হাত তুলে জয়ধ্বনি দিতে বলেন। বেশির ভাগ সাংবাদিক তা করলেও বেশ কয়েক জন স্লোগান দিতে চাননি। তখন মন্ত্রীমশায় বলেন, “আমি দেখতে পারছি, বেশ কয়েক জন হাত তোলেননি।” তাঁদের উদ্দেশে বিনোদ কুমারের কটাক্ষ, “আপনারা কি পাকিস্তানের সমর্থক?” এর পর উত্তরের অপেক্ষা না করে বিনোদ কুমারের মন্তব্য, “প্রথমে আপনারা ভারতমাতার সন্তান। তার পরে মিডিয়ার ভাই হতে পারেন।”

আরও পড়ুন

গুয়াহাটির গাঁধী মণ্ডপে গাঁধী মূর্তি সরানো নিয়ে বিতর্ক

বিজেপি নেতাদের এ হেন কথাবার্তা বিহারে অবশ্য নতুন নয়। ২০১৫-তে বিহার বিধানসভার নির্বাচনী প্রচারে প্রায় একই ধরনের বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ অশ্বিনী কুমার চৌবে। তৎকালীন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং আরডেজি সুপ্রিমো লালুপ্রসাদের ‘পাকিস্তানে যাওয়া উচিত’ বলেও বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সে সময় অশ্বিনী কুমারকে নিরস্ত না করে প্ররোচনামূলক মন্তব্য করে বিতর্ক আরও বাড়িয়েছিলেন বিজেপি নেতা গিরিরাজ সিংহ। তিনি বলেছিলেন, “বিহারকে পাকিস্তান বানাতে চান নীতীশ-লালু।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE