সাংবাদিক গৌরী লঙ্কেশ।- ফাইল চিত্র।
বিশিষ্ট কন্নড় সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনের ঘটনায় যখন তোলপাড় সারা দেশ, তখন বিজেপি নেতাদের ঘনিষ্ঠ কয়েক জন টুইটারে শালীনতার মাত্রা ছাড়ানো ভাষায় লঙ্কেশকে সমালোচনায় বিঁধতে শুরু করে দিয়েছেন। সেই সমালোচকদের কারও টুইটার প্রোফাইলে লেখা ‘আমি এক জন হিন্দু আর টিম মোদীর সদস্য’। তাঁর প্রোফাইল ছবিতে দেখা যাচ্ছে তাঁর সঙ্গে রয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। টুইটারে সেই ‘টিম মোদী’র সদস্য লিখেছেন, ‘‘যেমন কর্ম, তেমনই পরিণতি হয়েছে লঙ্কেশের’’। তাঁর সেই টুইটকে ফলো করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
লিঙ্কড ইনে যে পরিচিতি দিয়েছেন আশিস মিশ্র
তাঁর টুইটে যিনি গৌরী লঙ্কেশের খুনের ঘটনাকে ‘তাঁর (লঙ্কেশ) কাজের পরিণতি’ বলেছেন, সেই আশিস মিশ্র নিজেকে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের সোশ্যাল মিডিয়া অ্যাডভাইজার বলে দাবি করেছেন।
আরও পড়ুন- গৌরী লঙ্কেশ হত্যার তীব্র নিন্দা দেশ জুড়ে, রিপোর্ট চেয়ে পাঠালেন রাজনাথ
আরও পড়ুন- লঙ্কেশ খুনে বিজেপিকে আক্রমণ রাহুলের, পাল্টা নিন্দায় নিতিন গডকড়ী
রত্ন ব্যবসায়ী নিখিল দাধিচের টুইটারে লঙ্কেশের অশালীন সমালোচনা করার পর সেই মন্তব্য মুছে ফেলা হয়েছে। দাধিচের টুইটারের ফলোয়ারদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও!
অশালীন টুইটের পর তা মুছেও দেন নিখিল দাধিচ (দেখা যাচ্ছে, তাঁর টুইটার অ্যাকাউন্টের ফলোয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী)
নিখিল দাধিচের সেই টুইট
ও দিকে, বিশ্বেশ্বর ভট্ট নামে এক সিনিয়র জার্নালিস্ট গৌরীর গায়ে ‘নকশালপন্থীদের সমর্থক’-এর তকমা লাগিয়ে দিয়েছেন!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy