Advertisement
০৬ নভেম্বর ২০২৪
National news

চুল কেটে ক্লাসে আসতে বলায় কাস্তের কোপ শিক্ষককে

স্কুল সূত্রের খবর, সুনীল সম্প্রতি বড় চুল রেখেছিল। ক্লাস নেওয়ার সময় সুনীলকে চুল কেটে আসতে বলেন আবনাভে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৭ ১৪:০৩
Share: Save:

স্টাফ রুম থেকে বেরিয়ে তখন ক্লাস নেওয়ার জন্য সবেমাত্র রওনা দিয়েছিলেন অর্থনীতির শিক্ষক ধনঞ্জয় আবনাভে। হঠাত্ই পিছন থেকে ধারালো অস্ত্রের তীব্র ঘা এসে লাগে মাথায়। তারপর পিঠ আর ঘাড়ে। প্রচণ্ড যন্ত্রণায় পিছন ঘুরেই তাজ্জব হয়ে যান তিনি। কোনও দুষ্কৃতী নয়, এই কাণ্ড তাঁরই এক ছাত্রের! চুল কেটে ক্লাসে আসতে বলায় তাঁরই এক ছাত্র কাস্তে নিয়ে তাঁর উপর হামলা চালিয়েছে। আক্রান্ত শিক্ষককে বাঁচাতে গিয়ে অস্ত্রের ঘায়ে জখম হয়েছেন আরও এক শিক্ষক। জখম দুই শিক্ষকই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ওই ছাত্রের খোঁজ চলছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পুণের যোগেশ্বরী মাতা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলে।

আরও পড়ুন:৪০ দিন জেলে, রাম রহিমের ওজন কমেছে ৬ কেজি

স্কুল সূত্রের খবর, সুনীল সম্প্রতি বড় চুল রেখেছিল। ক্লাস নেওয়ার সময় সুনীলকে চুল কেটে আসতে বলেন আবনাভে। পরদিন চুল কেটে ক্লাসে এলেও টুপি পরেছিল সুনীল। টুপি খুলে তাকে ক্লাসে বসতে বলেন আবনাভে। তখন কিছু না বললেও যথেষ্ট রেগে যায় সে। সেই কারণেই এই হামলা বলে মনে করছেন আবনাভে।

পুলিশ জানিয়েছে, আবনাভের উপরে সুনীল হামলা চালিয়েছে দেখে তাঁকে বাঁচাতে দর্শন চৌধুরি নামে এক শিক্ষক ছুটে যান। তাঁরও কপালে কাস্তের কোপ মারে সুনীল। তারপর স্কুলের বাইরে মোটরবাইক নিয়ে দাঁড়িয়ে থাকা এক বন্ধুর সঙ্গে চম্পট দেয় সে। স্কুলের তরফে জানানো হয়েছে, সুনীল বরাবরই রগচটা স্বভাবের। এর আগে একাধিকবার সহপাঠীদের সঙ্গে বড় রকমের ঝামেলায় জড়িয়েছে সে। সুনীল এবং তার ওই বন্ধুর নামে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে পুলিশ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE