Advertisement
০৬ নভেম্বর ২০২৪
National news

হাজার ফুট খাদের উপর ঝুলছে যাত্রিবোঝাই বাস!

রাস্তার ধারের বাউন্ডারি ওয়ালে পিছনের চাকা আটকে গিয়ে বাসের সামনের দিকটা ঝুলে পড়েছিল। নীচে ১০০০ ফুট খাদ। বাসের ভিতরে ছিলেন তখন বাসচালক ও কন্ডাকটর সমেত ২০ জন যাত্রী।

এই সেই দুর্ঘটনাগ্রস্ত বাস।

এই সেই দুর্ঘটনাগ্রস্ত বাস।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৭ ১৪:৩৬
Share: Save:

রাস্তার ধারের বাউন্ডারি ওয়ালে পিছনের চাকা আটকে গিয়ে বাসের সামনের দিকটা ঝুলে পড়েছিল। নীচে ১০০০ ফুট খাদ। বাসের ভিতরে ছিলেন তখন বাসচালক ও কন্ডাকটর সমেত ২০ জন যাত্রী। একটু এ দিক ও দিক করলেই হাজার ফুট নীচে গিয়ে পড়া। চিত্কার, আর্তনাদ ও কান্নার আওয়াজে শনিবারে কয়েক ঘণ্টার সেই মুহূর্ত যেন একটা রুদ্ধশ্বাস সিনেমার মতো!

আরও পড়ুন: কারচুপি উড়িয়ে ভরসা নয়া ইভিএমে

শনিবার ভোরের দিকে কেরলের ওয়ানাড় জেলার পাহাড়ি রাস্তা দিয়ে একটি যাত্রিবোঝাই বাস যাচ্ছিল। পাহাড়ি রাস্তার একটা বাঁকের মুখে ঘুরতে গিয়েই চালক নিয়েন্ত্রণ হারিয়ে ফেলেন। বাস সোজা রাস্তার বাউন্ডারি ওয়ালে ধাক্কা মেরে ১০০০ ফুট গভীর খাদে পড়ে যাচ্ছিল। কিন্তু কোনও ভাবে বাসের পিছনের চাকা বাউন্ডারি ওয়ালে আটকে যায়। ফলে সাক্ষাত্ মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন বাসযাত্রীরা।

এক যাত্রী জানান, বাসটি যেন খেলনার মতো ঝুলছিল, কেউ একটা টোকা মারলেই যেন পড়ে যেত! গোটা বাসে তখন বাঁচার আর্তনাদ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ এসে বাসযাত্রীদের উদ্ধার করেন। পুলিশের অনুমান, বাসচালক ঘুমিয়ে পড়ার কারণেই এমনটা হয়েছে।

অন্য বিষয়গুলি:

Bus Accident Wyanad Kerala
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE