সিসিটিভি ক্যামেরাতে এই ধরা পড়ল পুলিশের ডাকাতি। ছবি: সংগৃহীত।
রক্ষাকর্তা নয়, পুলিশকে দেখা গেল লুটেরার ভূমিকায়। টোল প্লাজায় ঢুকে ৪০ হাজার টাকা লুঠ করলেন ছ’জন পুলিশকর্মী। আর গোটা ঘটনাটাই ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। ঘটনাটি আগরা-দিল্লি ২ নম্বর জাতীয় সড়কের একটি টোল প্লাজার। যদিও অভিযোগ অস্বীকার করে উল্টে টোল প্লাজার কর্মীদের অতিরিক্ত টাকা আদায়ের কেস দায়ের করেছে পুলিশ।
ঠিক কী ঘটেছিল?
মঙ্গলবার রাত পৌনে ১২টা নাগাদ টোল প্লাজার ১৩ নম্বর লেনে ঢুকে পড়ে একটি এসইউভি। তাতে ছিলেন রিফাইনারি সার্কল-এর সার্কল অফিসার (সি ও) নিতিন সিংহ-সহ ছ’জন পুলিশকর্মী। টোল প্লাজার কর্মীরা জানিয়েছেন, ওই লেনটি দ্রুত গতির গাড়ির জন্য বরাদ্দ। কিন্তু ওই এসইউভি-তে দ্রুত গতি সংক্রান্ত কোনও ট্যাগ লাগানো ছিল না। ফলে টোল প্লাজা থেকে বেরনোর দরজায় ওই গাড়িটিকে আটকে দেওয়া হয়। আর তাতেই মেজাজ চড়ে পুলিশ কর্মীদের। অভিযোগ, গাড়ি থেকে নেমে টোল প্লাজার কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন তাঁরা। এর পরেই টোল প্লাজায় ঢুকে যথেচ্ছ লুঠপাট শুরু করেন তাঁরা। টোল প্লাজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও পি যাদবের বলেন, “সি ও নিতিন সিংহ-সহ ছ’জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ উদ্ধার করে তা-ও থানায় জমা দেওয়া হয়েছে।”
আরও পড়ুন
গ্রামে ঘুরে দুর্নীতি রুখছেন দেশের কনিষ্ঠতম আইএএস
লড়াই শেষ হয়নি, বলছেন জাকিয়া-নুরজাহান
গোটা ঘটনার কথা অবশ্য অস্বীকার করেছেন নিতিন সিংহ। তাঁর পাল্টা অভিযোগ, জাতীয় সড়কে টহল দেওয়ার সময় তিন ব্যক্তি অভিযোগ করেন, ওই টোল প্লাজার কর্মীরা অতিরিক্ত টাকা আদায় করছেন। সে ঘটনার তদন্তেই টোল প্লাজায় গিয়েছিলেন তাঁরা। নিতিনের অভিযোগ, সেই সময় প্লাজার কর্মীরা তাঁদের সঙ্গে দুর্বব্যহার করেন। টোল প্লাজার কর্তব্যরত ম্যানেজার বিনয় যাদব-সহ ২৫ জন কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলেও জানান তিনি।
দেখুন ভিডিও
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy