বিলিয়নার হোয়াটসঅ্যাপ!
হোয়াটসঅ্যাপে তড়তড়িয়ে বাড়ছে ইউজার সংখ্যা। এই মুহূর্তে বিশ্বের অন্যতম মেসেজ অ্যাপের প্রতি মাসে ইউজার ১৩০ কোটি। নিজেদের এই পারফরম্যান্সে আপ্লুত হোয়াটসঅ্যাপ। সম্প্রতি তাদের ব্লগে একটি পরিংসংখ্যান প্রকাশ করে ফেসবুক-মালিকানাধীন এই সংস্থা। গত বছরে হোয়াটসঅ্যাপে মাসে গড়ে ১০০ কোটি ইউজার অ্যাকটিভ থাকত।
আরও পড়ুন- অনলাইনে দেশের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন এগুলি
প্রতি দিন ১০০ কোটি ইউজার হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। স্ন্যাপচ্যাটের আদলে স্ট্যাটাস ফিচার নিয়ে আসার পরই ইউজার সংখ্যা আরও দ্রুত বেড়েছে। এমনটাই মনে করছেন টেক বিশেষজ্ঞরা। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস ফিচার আসার পর প্রতি দিন ২০ কোটি ৫০ লক্ষ ইউজার বেড়েছে। ছ’মাসের মধ্যে এই ইউজার বেড়েছে বলে জানাচ্ছে এই পরিসংখ্যান। পাশাপাশি বিশ্ব জুড়ে ৬০টি ভাষায় দিনে মোট ৫ হাজার ৫০০ কোটি মেসেজ আদান প্রদান হয়েছে। ভিডিও শেয়ার হয় দিনে ১০০ কোটি। ছবির ক্ষেত্রে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে দিনে ৪৫০ কোটি।
ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ ঘোষণা করেছিলেন, এই মুহূর্তে প্রতি দিন ফেসবুক ব্যবহার করেন ১৩০ কোটি মানুষ। সেই সংখ্যা প্রায় ছুঁতেই চলেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের সিইও জ্যান কোউম নিজের ব্লগে লেখেন, এই মাইলস্টোনে পৌঁছনোর জন্য সেলিব্রেট করছি আমরা। হোয়াটসঅ্যাপকে আরও সহজ, বিশ্বাসযোগ্য করে তুলতে এবং ইউজারদের নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর। ২০১৪-তে ফেসবুক যখন হোয়াটসঅ্যাপকে অধিগ্রহণ করে, তখন তার উইজার সংখ্যা ছিল মাসে ৪৫ কোটি। এখন প্রায় তার তিন গুণ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy