Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Unusual Place

বাড়ির কোন কোন গোপন জায়গায় নিশ্চিন্তে টাকা জমাতে পারেন, জানেন?

ব্যাঙ্ক থেকে টাকা তোলা যেন যুদ্ধ জয়ের সমান। এটিএম থেকে টাকা তুলেও গিয়েও মেলা ঝক্কির সম্মুখীন হতে হচ্ছে। বেশির ভাগ এটিএম থেকেই মিলছে ২ হাজার টাকার নোট।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৭ ১৬:২৫
Share: Save:
০১ ০৮
ছবির ফ্রেমে এক বার ছবি ঢোকানোর পর আর কিন্তু খুলেও দেখি না আমরা। বছরের পর বছর একই ছবি দেওয়ালে ঝুলতে থাকে। এমনই একটি ফ্রেম বেছে নিন আপনার টাকা রাখার জন্য।

ছবির ফ্রেমে এক বার ছবি ঢোকানোর পর আর কিন্তু খুলেও দেখি না আমরা। বছরের পর বছর একই ছবি দেওয়ালে ঝুলতে থাকে। এমনই একটি ফ্রেম বেছে নিন আপনার টাকা রাখার জন্য।

০২ ০৮
বাড়িতে কি অব্যবহৃত কোনও কাঠের দরজা আছে? এমন অনেক বাড়ি আছে, যার কোনও না কোনও একটি ঘর পরিত্যক্ত থাকে। এ রকম দরজার লকের ভিতরে আপনি টাকা রাখতে পারেন। দরজা খুললেও টাকা লকের ভিতরে ভাল ভাবেই থাকবে, আর প্রয়োজন মতো তা বেরও করে নিতে পারবেন আপনি।

বাড়িতে কি অব্যবহৃত কোনও কাঠের দরজা আছে? এমন অনেক বাড়ি আছে, যার কোনও না কোনও একটি ঘর পরিত্যক্ত থাকে। এ রকম দরজার লকের ভিতরে আপনি টাকা রাখতে পারেন। দরজা খুললেও টাকা লকের ভিতরে ভাল ভাবেই থাকবে, আর প্রয়োজন মতো তা বেরও করে নিতে পারবেন আপনি।

০৩ ০৮
দেওয়ালঘড়ি খুলে তার ভিতরেও টাকা রাখতে পারেন। সাধারণত ব্যাটারি বদলানোর প্রয়োজন ছাড়া দেওয়ালঘড়ি নামানো হয় না। সপ্তাহের প্রয়োজনের জন্য অল্প কিছু টাকা ব্যাটারির পাশে গোল করে গুটিয়ে রাখতে পারেন। তবে হ্যাঁ, টাকা রেখে অবশ্যই তা মনে রাখবেন।

দেওয়ালঘড়ি খুলে তার ভিতরেও টাকা রাখতে পারেন। সাধারণত ব্যাটারি বদলানোর প্রয়োজন ছাড়া দেওয়ালঘড়ি নামানো হয় না। সপ্তাহের প্রয়োজনের জন্য অল্প কিছু টাকা ব্যাটারির পাশে গোল করে গুটিয়ে রাখতে পারেন। তবে হ্যাঁ, টাকা রেখে অবশ্যই তা মনে রাখবেন।

০৪ ০৮
কম্পিউটারের সিপিইউ কেসিং-এর ভেতরে কিন্তু অনেকটা জায়গা থেকে। আর আপনি ছাড়া আর কেউ তা খুলবে এমনটা সাধারণত হয় না। একমাত্র পরিষ্কার বা ঠিক করা ছাড়া কেসিং খোলার কোনও কারণ নেই। তা-ও সেটা হবে আপনার অনুমতিসাপেক্ষেই। তাই নিশ্চিন্তে টাকা রাখুন এখানে।

কম্পিউটারের সিপিইউ কেসিং-এর ভেতরে কিন্তু অনেকটা জায়গা থেকে। আর আপনি ছাড়া আর কেউ তা খুলবে এমনটা সাধারণত হয় না। একমাত্র পরিষ্কার বা ঠিক করা ছাড়া কেসিং খোলার কোনও কারণ নেই। তা-ও সেটা হবে আপনার অনুমতিসাপেক্ষেই। তাই নিশ্চিন্তে টাকা রাখুন এখানে।

০৫ ০৮
এমন কিছু পোশাক আছে বা অ্যাক্সেসারিজ আছে যাতে গোপন পকেট থাকে। যেমন বেল্টের জোড়ার ফাঁকে এমন একটা কাটা অংশ আছে যা পকেটের মত। এই সব গোপন ফাঁকফোকরে টাকা জমিয়ে আলমারিতে রেখে দিন। হারানো বা চুরি হওয়ার সুযোগ খুব কম।

এমন কিছু পোশাক আছে বা অ্যাক্সেসারিজ আছে যাতে গোপন পকেট থাকে। যেমন বেল্টের জোড়ার ফাঁকে এমন একটা কাটা অংশ আছে যা পকেটের মত। এই সব গোপন ফাঁকফোকরে টাকা জমিয়ে আলমারিতে রেখে দিন। হারানো বা চুরি হওয়ার সুযোগ খুব কম।

০৬ ০৮
জুতো রাখার তাকে এমন অনেক জুতোর বাক্স থাকে যা সহজে খোলা হয় না। এমন একটি জুতোর বাক্স বেছে নিতে পারেন। বাসায় ফিরে নিজের জুতোটা রাখার সময় আস্তে করে সবার অগোচরে রেখে দিলেন টাকাটা। কেউ ভাবতেই পারবে না যে ওখানে টাকা লুকিয়ে রাখছেন আপনি। তবে খেয়াল করুন, অব্যবহারিত জুতোর বাক্সগুলো বার বার নামিয়ে পরিষ্কার করা হয় কি না!

জুতো রাখার তাকে এমন অনেক জুতোর বাক্স থাকে যা সহজে খোলা হয় না। এমন একটি জুতোর বাক্স বেছে নিতে পারেন। বাসায় ফিরে নিজের জুতোটা রাখার সময় আস্তে করে সবার অগোচরে রেখে দিলেন টাকাটা। কেউ ভাবতেই পারবে না যে ওখানে টাকা লুকিয়ে রাখছেন আপনি। তবে খেয়াল করুন, অব্যবহারিত জুতোর বাক্সগুলো বার বার নামিয়ে পরিষ্কার করা হয় কি না!

০৭ ০৮
ঘর সাজানোর জন্য ফুলদানি তো সবার বাড়িতেই রয়েছে। কিন্তু এমন অনেক ফুলদানি আছে যেখানে শুকনো ফুল থাকে। তেমন ফুলদানির মধ্যে অল্প কিছু টাকা রাখতে পারেন। তবে বার বার এই সব ফুলদানি পরিষ্কার করা হয়। তাই খুব তাড়াতাড়ি টাকার স্থান পরিবর্তন করুন।

ঘর সাজানোর জন্য ফুলদানি তো সবার বাড়িতেই রয়েছে। কিন্তু এমন অনেক ফুলদানি আছে যেখানে শুকনো ফুল থাকে। তেমন ফুলদানির মধ্যে অল্প কিছু টাকা রাখতে পারেন। তবে বার বার এই সব ফুলদানি পরিষ্কার করা হয়। তাই খুব তাড়াতাড়ি টাকার স্থান পরিবর্তন করুন।

০৮ ০৮
অনেক কাপড়ের পুতুল আছে, যার মধ্যে পকেট করা থাকে। তেমন ধরনের কোনও পুতুলের মধ্যে টাকা লুকিয়ে রাখা যেতে পারে।

অনেক কাপড়ের পুতুল আছে, যার মধ্যে পকেট করা থাকে। তেমন ধরনের কোনও পুতুলের মধ্যে টাকা লুকিয়ে রাখা যেতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE