ফাইল চিত্র
ওপ্পো লঞ্চ করল নতুন মডেল আর ১১ এবং আর ১১ প্লাস। চিনা সংস্থাটি প্রথমে নিজেদের দেশেই লঞ্চ করে এই দু’টি মডেল। বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ওপ্পোর আর ১১ প্লাসে অনেক বেশি ফিচার রয়েছে আর ১১-র থেকে।
আরও পড়ুন- জিও-র সবচেয়ে সস্তা ৪জি ফিচার ফোনের ফার্স্ট লুক ফাঁস!
ওপ্পো আর ১১ প্লাসের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল ৬ ইঞ্চি উচ্চ রেজোলিউশন (১০৮০x১৯২০ পিক্সেল) এএমওএলইডি ডিসপ্লে। আরও একটি উল্লেখযোগ্য ফিচার হল এই মোবাইলের ব্যাটারি। ৪ হাজার এমএএইচ যুক্ত ব্যাটারির মোবাইলটির ভিওওক (ভোল্টেজ ওপেন লুপ মাল্টি-স্টেপ কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং) চার্জিং সিস্টেম রয়েছে। অর্থাত্ কম সময়ে খুব দ্রুত চার্জ হওয়ার ক্ষমতা রয়েছে এই ব্যাটারির।
ওপ্পোর এই দু’টি মডেলে থাকছে কোয়ালকম-র নতুন স্ন্যাপড্রাগন ৬৬০ এসওসি প্রসেসর। থাকছে অ্যান্ড্রয়েড ৭.১.১ সংস্করণ। আর ১১ প্লাসের ৬ জিবি এবং আর ১১-র ৪ জিবি র্যাম রয়েছে। সেলফি বেসড ওপ্পোর আর ১১ প্লাসে ফ্রন্ট ক্যামেরা থাকছে ২০ মেগাপিক্সেলের। এবং থাকছে ডুয়েল ব্যাক ক্যামেরা। যথাক্রমে ১৬ মেগাপিক্সেল এবং ২০ মেগাপিক্সেল।
তবে ওপ্পোর এই দুই মডেলের দাম সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি। ভারতের বাজারে এই ফোন কবে আসবে, জানা যায়নি তা-ও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy