বিশ্বে প্রতি ১০ জনের মধ্যে একজনের মৃত্যু হয় ধূমপানের কারণে। যার মধ্যে আবার ৫০ শতাংশ ধূমপানের কারণে মৃত্যুই হয় চিন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ায়। সম্প্রতি গ্লোবাল বার্ডেন অব ডিজিজের একটি গবেষণায় উঠে এসেছে এমনই উদ্বেগজনক তথ্য।
মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত গবেষণাপত্রটি জানাচ্ছে, ২০১৫ সালের পরিসংখ্যান অনুযায়ী ধূমপায়ীদের গড় সংখ্যার ভিত্তিতে ভারত নাম তুলেছে প্রথম ১০টি দেশের মধ্যে। ভারতে ধূমপায়ীর সংখ্যা ৬৩.৬ শতাংশ। যা সারা বিশ্বের ধূমপায়ীদের সংখ্যার দুই তৃতীয়াংশ। এবং ধূমপানের কারণে মৃত্যুর হারে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে রয়েছে চিন।
আরও পড়ুন: ভাঁজ করা দোতলা বাড়ি বানিয়ে চমকে দিলেন আইআইটির ছাত্ররা
ওয়াশিংটনের ইনসস্টিটিউট ফর হেল্থ মেট্রিক্স অ্যান্ড ইভলিউশনের গবেষক এমানুয়েলা গাকিদো জানালেন, ‘‘সকলেই ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্বন্ধে অবহিত। তবু সারা বিশ্বের প্রতি চারজনে একজন এই নেশায় আসক্ত হয়ে থাকেন।’’
সমীক্ষায় জানা গিয়েছে, ভারতে প্রতিদিন গড়ে ৫,৫০০ জন যুবক\যুবতী নতুন করে ধূমপান শুরু করেন। অন্যদিকে প্রায় ৩৫ শতাংশ প্রাপ্তবয়ষ্ক ধূমপানে আসক্ত। ২৫ শতাংশের বেশি যুবতী ১৫ বছরের আগেই ধূমপানে আসক্ত হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy