Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Lifestyle News

দৃষ্টিশক্তি পরীক্ষার আবিষ্কর্তাকে ডুডলে স্মরণ গুগলের

আপনার চোখে চশমা রয়েছে? চোখ পরীক্ষার জন্য ডাক্তারের চেম্বারে গিয়েছেন নিশ্চয়ই? স্ক্রিনে ভেসে ওঠা বিভিন্ন আকারের অক্ষর পড়ে দৃষ্টিশক্তির পরীক্ষা দিতে হয়েছে। সকলকেই দিতে হয়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ মে ২০১৭ ১৭:১৮
Share: Save:

আপনার চোখে চশমা রয়েছে? চোখ পরীক্ষার জন্য ডাক্তারের চেম্বারে গিয়েছেন নিশ্চয়ই? স্ক্রিনে ভেসে ওঠা বিভিন্ন আকারের অক্ষর পড়ে দৃষ্টিশক্তির পরীক্ষা দিতে হয়েছে। সকলকেই দিতে হয়। কখনও ভেবেছেন কে আবিষ্কার করেছিলেন এই পরীক্ষা? বা কী বলা হয় এই ভিজ্যুয়াল অ্যাকুইটি চার্টকে? তিনি ফার্দিনাঁদ মনোয়ের। তাঁর নামানুসারে এই চার্টের নাম মনোয়ের চার্ট। মঙ্গলবার তাঁর ১৮১ বছরের জন্মদিনে ডুডলের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানাল গুগল।

সারা বিশ্বেই দৃষ্টিশক্তি পরীক্ষার জন্য ব্যবহার করা হয় এই চার্ট। লেন্সের অপটিক্যাল পাওয়ার মাপার জন্য তিনি ডায়াপটর তৈরি করেন। খুব কাছ থেকে খেয়াল করলে দেখতে পাবেন অক্ষরগুলো শুধু ছোট থেকে বড় বয়ে ডায়পটরই তৈরি করেনি, আবিষ্কর্তার নামও ফুটে উঠেছে এই চার্টে।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ‘ক্রাইম পোস্ট’ রুখতে ৩,০০০ নতুন লোক নিয়োগ করবে ফেসবুক

১৮৭২ সাল থেকে সারা বিশ্বে চক্ষু বিশেষজ্ঞরা এই চার্ট ব্যবহার করে আসছেন।

১৯১২ সালের ১১ জুলাই মৃত্যু হয় মনোয়েরের।

অন্য বিষয়গুলি:

Ferdinand Monoyer Google Doodle Monoyer Chart
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE