শেষ পর্যন্ত নস্ট্যালজিয়ার হাত ধরে ভারতে ফিরে এল নোকিয়া ৩৩১০। বিশ্বের বেশির ভাগ দেশে লঞ্চ করেছিল আগেই। কিন্তু ভারতীয় ক্রেতাদের কাছে এত দিন অধরাই ছিল নোকিয়া ৩৩১০-র এই নতুন মডেল। এইচএমডি গ্লোবাল-এর তরফে আগেই জানানো হয়েছিল, মে মাসের মাঝ বরাবর ভারতে আসবে এই ফোন। সংস্থা সূত্রে খবর, ১৮ মে থেকেই ভারতের বাজারে পাওয়া যাবে ৩৩১০।
এত দিন পর্যন্ত নোকিয়া-প্রেমীদের মনে একটাই প্রশ্ন ছিল, ভারতের বাজারে কত দাম ধার্য হতে চলেছে এই ফোনের? অবশেষে পাওয়া গেল সেই উত্তর। সংস্থার তরফে জানানো হয়েছে, মডেল নম্বরের সঙ্গে মিলিয়ে নোকিয়া ৩৩১০-র দাম রাখা হয়েছে ৩৩১০।
আরও পড়ুন: এমপি ৩-তে আর বাজবে না গান!
সুতরাং আর মাত্র দু’দিনের অপেক্ষা। তার পরেই পছন্দের নোকিয়া ৩৩১০ পকেটস্থ করতে পারবেন গ্রাহকেরা। দোকানে যাওয়ার আগে আরও এক বার ঝালিয়ে নিন নোকিয়া ৩৩১০ সম্পর্কে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy