এগিয়ে আসছে আইফোন ৭ লঞ্চের দিন। সেই সঙ্গে বেড়ে চলেছে আইফোন জ্বর। মিসিং হেডফোন জ্যাক, ডবল ক্যামেরা লেন্স, আর কী কী থাকছে আইফোন ৭-এ? এ বার শোনা যাচ্ছে আইফোন ৭ হতে চলেছে সম্পূর্ণ ওয়াটার প্রুফ।
এই সপ্তাহের শুরুতেই অ্যাপেল ঘোষণা করেছে নতুন আইফোন জলের তলায়ও ছবি তুলতে পারবে। পেটেন্টও পেয়ে গিয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস৭ ও নোট৭ ওয়াটারপ্রুফ ঘোষণা করার পরই অ্যাপল এই বিষয়ে উদ্যোগী হয়। তবে পেটেন্ট পাওয়ার পরই অ্যাপল মোবাইল ফোনের ক্ষেত্রে এই ফিচার ব্যবহার করবে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। তবে হে়ডফোন জ্যাক রিমুভ করার পর আশা করা যেতেই পারে এ বার আইফোন ওয়াটারপ্রুফ করার কথা ভাবছে অ্যাপল। হেডফোন জ্যাক পয়েন্ট থেকেই ওয়াটার ড্যামেজের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
আরও পড়ুন: একার ঘাড়েই সংসারের আর্থিক দায়, চাপে অসুস্থ হয়ে পড়ছেন পুরুষরা?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy