সচিন তেন্ডুলকর: মাস্টার ব্লাস্টারের সংগ্রহেই ছিল ২০০৩ বিশ্বকাপের সর্বাধিক রান। একটা সেঞ্চুরি এবং ছ’টি হাফ সেঞ্চুরি-সহ ১১টি ম্যাচে ৬১.১৮ গড়ে সচিন রান করেছিলেন ৬৭৩। ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। সেই সিরিজে সচিন ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। বর্তমানে তিনি যেমনি আইএসএলে কেরল ব্লাস্টার্সের মালিক এবং আইপিএলে মুম্বই দলের মেন্টর।