উইজডেনের বিচারে সেরা ক্রিকেটার হলেন বিরাট কোহালি। যদিও মরসুমের শুরুটা একদমই ভাল হয়নি। ব্যাটে রান আসেনি। সঙ্গে চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টে খেলতে না পারা তো ছিলই। আইপিএল-এর শুরুতেও খেলতে পারলেন না তিনি। কিন্তু তিনিই যে সেরা তাও আবার প্রমাণ হয়ে গেল। কারণ তার আগে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সিরিজে টানা অসাধারণ পারফর্মেন্সই তাঁকে এই জায়গায় নিয়ে গিয়েছে। ৭৫.৯৩ গড় নিয়ে টেস্টে তাঁর রান ১২১৫। শেষ ১০ ওয়ান ডেতে বিরাটের রান ৭৩৯। গড় ৯২.৩৭। এর সঙ্গে টি২০তে তাঁর রান ৬৪১। গড় ১০৬.৮৩। তাঁর আগে মাত্র ছ’জনই রয়েছেন যাঁদের এক মরসুমে সব থেকে বেশি রান এসেছে কিন্তু বিরাটের থেকে তাঁরা অনেকটাই পিছিয়ে।
আরও খবর: ক্রিকেটারদের বার্ষিক চুক্তি নিয়ে বিরাটের সঙ্গে আলোচনায় সিওএ
উইজডেন সম্মান
লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড: বিরাট কোহালি
লিডিং মহিলা ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড: এলিস পেরি
পাঁচ ক্রিকেটার অফ দ্য ইয়ার: মিসবা-উল-হক, ইউনিস খান, বেন ডাকেট, টবি রোলা-জোনস, ক্রিস ওকস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy