Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Sports News

জাতীয় পদক জয়ী বাংলার সাঁতারু তনুকা ধাড়ার অস্বাভাবিক মৃত্যু মুম্বইয়ে

অস্বাভাবিক মৃত্যু হল জাতীয় স্তরের সাঁতারু তনুকা ধাড়ার। বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ওই সাঁতারুর দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব নয়।

তনুকা ধাড়া।ছবি: ফেসবুক।

তনুকা ধাড়া।ছবি: ফেসবুক।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৭ ২৩:৪৩
Share: Save:

অস্বাভাবিক মৃত্যু হল জাতীয় স্তরের সাঁতারু তনুকা ধাড়ার। বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, ওই সাঁতারুর দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব নয়।

বাংলার প্রতিভাবান এই ডাইভার জিমন্যাস্টিক্সের হাত ধরে খেলার জগতে পা রাখেন। সাফল্যের সঙ্গে এগিয়েও যাচ্ছিলেন। কিন্তু, বাধ সাধে একটি দুর্ঘটনা। পায়ের হাড় ভেঙে যাওয়ায় জিমন্যাস্টিক্স ছাড়তে বাধ্য হন তনুকা। তবে, খেলা ছাড়েননি। কোচের উপদেশেই সাঁতার বেছে নেন বছর বাইশের ওই তরুণী। সাঁতারেও সমান ভাবে সফল হয়েছিলেন তিনি। জাতীয় স্তরে তিনটি পদকও জিতেছিলেন।

হুগলির রঘুনাথপুরে তনুকাদের আদি বাড়ি। কিন্তু, পশ্চিম রেলে চাকরির সূত্রে মুম্বইতে একাই থাকতেন তিনি। এ দিন মেয়ের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে রঘুনাথপুর থেকে মুম্বই পৌঁছেছেন তাঁরা বাবা-মা।

আরও খবর: ঝিলিক নেই বিশ্বাস হচ্ছে না সামন্তপাড়ার, মৃত্যু এখনও রহস্যেই

অন্য বিষয়গুলি:

Tanuka Dhara Swimmer Death Mumbai
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE