ম্যাচ ফিক্সিংয়ের দায়ে অনেকদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ভারতের ফার্স্ট বোলার এস শ্রীসন্থ। যদিও দলে ফেরার চেষ্টায় কোনও খামতি নেই তাঁর। নিয়মিত অনুশীলন তো করছিলেনই সঙ্গে সেই ছবি, ভিডিও টুইটও করছিলেন। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আবেদন জানান তাঁর ক্রিকেটে ফেরার রাস্তায় যেন তারা তাঁকে সাহায্য করেন।
৩৩ বছরের শ্রীসন্থ এও জানিয়েছেন তিনি ফিজিক্যালি এতটাই ফিট যে ফুল টাইম ক্রিকেট খেলতে তাঁর কোনও অসুবিধে হবে না। যদিও এই মুহূর্তে শ্রীসন্থের ফেরার পক্ষে যে খুব একটা সমর্থন রয়েছে এমনটা নয়। তাঁদের মধ্যে আকাশ চোপড়া শীর্ষে। হঠাৎ করেই প্রতিবাদী হয়ে উঠেছেন তিনি। টুইটারে যখন একজন সাধারণ মানুষ প্রশ্ন তোলেন, ‘শ্রীসন্থের কি ফেরা উচিত?’ তখন আকাশ চোপড়া উত্তর দেন, ‘না’। এরপরই রেগে জবাব দেন শ্রীসন্থ। সেই কথা পৌঁছে যায় চরম বিবাদে। তাও আবার সোশ্যাল মিডিয়ায়।
আরও খবর: টেস্ট-ওয়ান ডে ফর্ম্যাটে বদল চাইছে আইসিসি
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy