অলিম্পিক আসরে মৃত্যুর হাতছানি
প্রথম সপ্তাহেই নানান দুর্ঘটনায় বিতর্কে জড়িয়ে গেল রিও অলিম্পিক্স। একের পর এক মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ায় কিছুটা হলেও আশঙ্কায় ছায়া বিভিন্ন দেশের প্রতিযোগীদের মধ্যে। শনিবার ২৩৭.৫ কিমি সাইকেল রেসে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন ইতিলিয়ান সাইক্লিস্ট ভিনসেনজো নিবালি। কন্ঠনালিতে গুরুতর চোট লাগে তাঁর। সূত্রের খবর, সফলভাবে অস্ত্রপ্রচার হয়েছে ভিনসেনজো নিবালির। এই ঘটনার পর ব্রিটেনের সাইক্লিস্ট ক্রিস ফ্রুম অভিযোগ করেন, অলিম্পিক্স ইতিহাসে এমন বাজে রুট কোনও দিন দেখা যায়নি। এর পর আরও একটি মর্মন্তিক দুর্ঘটনা! সাইক্লিং-এর সময় ব্যালেন্স হারিয়ে হাড় ভাঙে ডেনমার্কের মহিলা রাইডার অ্যানেমেক ভ্যান ভ্লিউটেনের। এখানেই শেষ নয়। ফরাসি জিমন্যাস্ট সমির অ্যাইট ভল্ট দেওয়ার সময় পা ভাঙেন। হাড় ভাঙার শব্দ শোনা যায় গ্যালারি থেকেও। গ্রেট ব্রিটেনের জিমন্যাস্ট ইলি ডাউনিও পারফর্ম করার সময় গলায় আঘাত পান। যদিও অলিম্পিক জুড়ে এমন দুর্ঘটনা নতুন নয়, ইতিহাসের পাতা ঘাঁটলে ভূরি ভূরি নজির রয়েছে। পদক আনা তো দূর অস্ত্, অনেক অ্যাথলিটের শেষ পর্যন্ত প্রাণও হারাতে হয়েছে। জঙ্গি হামলাও বাদ যায়নি। অনেক সময় নিরাপত্তা, ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগ উঠেছে অলিম্পিক্স কর্তৃপক্ষের বিরুদ্ধে। এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু নজিরবিহীন দুর্ঘটনা, যেখান পদক জয় করতে এসে মৃত্যুর কাছে হারতে হয়েছে অনেককে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy