Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Khela News

লভ্যাংশ নিয়ে বিবাদের জের? আইসিসি চেয়ারম্যান পদে শশাঙ্কের ইস্তফা

লভ্যাংশ নিয়ে টানাপড়েনেই জেরেই কি আইসিসি থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান শশাঙ্ক মনোহর? বুধবার আচমকাই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন তিনি।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৭ ১৪:১৭
Share: Save:

লভ্যাংশ নিয়ে টানাপড়েনেই জেরেই কি আইসিসি থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান শশাঙ্ক মনোহর?

বুধবার আচমকাই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন তিনি। সংস্থার সিইও ডেভিড রিচার্ডসনকে এ দিন তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দেন শশাঙ্ক। তবে প্রকাশ্যে ব্যক্তিগত কারণের কথা বললেও ইতিমধ্যেই তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। মুনাফা বণ্টন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-র সঙ্গে আইসিসি-র কোন্দলের কথা কারও অজানা নয়। বর্তমানে ক্রিকেট দুনিয়ার সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি-র মোট মুনাফার বেশির ভাগই ঢোকে মূলত তিনটি বোর্ডের কোষাগারে— বিসিসিআই, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গত ২০১৪-তে আইসিসি চেয়ারম্যান থাকাকালীনই এন শ্রীনিবাসনের নেতৃত্বে এই প্রস্তাব পাশ হয়েছিল।

আরও পড়ুন

বিরাটরা কেন খারাপ পিচে খেলবে, প্রশ্ন দিলীপ দোশীর

গত ১২ মে আইসিসি-র প্রথম ইন্ডিপেন্ডেন্ট চেয়ারম্যান হিসাবে সর্বসম্মত ভাবে নির্বাচিত হন ৬০ বছরের এই আইনজীবী। আইসিসি-র চেয়ারম্যান পদে আসার পর থেকেই লভ্যাংশ বণ্টনে এই অসাম্যের ‘প্রথা’ ভাঙতে চেয়েছিলেন শশাঙ্ক মনোহর। গত ফেব্রুয়ারিতে চিফ এগ্‌জিকিউটিভ কমিটির সঙ্গে ফাইনান্স ও কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটির বৈঠকে এ নিয়ে নিজের মতামতও ব্যক্ত করেন তিনি। আইসিসি-র ১০৫টি সদস্য দেশের মধ্যেই সমানুপাতিক ভাবে লভ্যাংশ বণ্টনের পক্ষপাতী ছিলেন শশাঙ্ক। এ নিয়ে ওই বৈঠকে একটি প্রস্তাবও পেশ করেন তিনি। যা শ্রীনিবাসনের আমলের প্রস্তাবের বিরোধী। আগামী এপ্রিলেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। তবে তার আগেই শশাঙ্ক মনোহরের ইস্তফায় সে আশায় জল পড়ল।

ডিআরএস বিতর্কের জেরেই মনোহরের ইস্তফা? ছবি: সংগৃহীত।

এর পাশাপাশি উঠে আসছে আরও একটি তত্ত্ব। এই ইস্তফার পিছনে স্টিভ স্মিথ বনাম বিরাট কোহালি বিতর্কের রেশই কি দায়ী? বেঙ্গালুরু টেস্টে ডিআরএস বিতর্কে অস্ট্রেলীয় অধিনায়ক স্মিথকে ছাড় দেওয়ায় আইসিসি-কে একহাত নিয়েছেন সুনীল গাওস্কর, ফাফ দু’প্লেসিরা। আইসিসি-র বিরুদ্ধে মুখ খুলেছে ভারতীয় বোর্ডও। সে সমালোচনার মুখে পড়েই কি পদ থেকে সরলেন শশাঙ্ক? শুরু হয়েছে সে জল্পনাও!

২০১৬ সালে বিসিসিআই সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে আইসিসি-র চেয়ারম্যান পদে বসেন শশাঙ্ক মনোহর। সরে দাঁড়ালেন মাত্র আট মাস ওই পদে কাটানোর পর। তবে কারণ যা-ই হোক না কেন, আপাতত লভ্যাংশ বণ্টনে সমান অংশীদার হতে পারছে না আইসিসি-র সবক’টি সদস্য দেশ।

অন্য বিষয়গুলি:

Shashank Manohar ICC Chairman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE