Advertisement
১৩ নভেম্বর ২০২৪
Sports News

শামি না নেহরা, চ্যাম্পিয়ন্স ট্রফি দলে কে?

উভয় সঙ্কটে বিসিসিআই নির্বাচকরা। চ্যাম্পিয়ন্স ট্রফি দলে কাকে জায়গা দেবেন তাঁরা সে নিয়েই সিদ্ধান্ত নিতে রীতিমতো হিমশিম অবস্থা নির্বাচকদের। চতুর্থ পেসার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে কে ঢুকবেন এখন সেটাই মাথা ব্যথার কারণ তিন সদস্যের নির্বাচক কমিটির।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৭ ২৩:০৮
Share: Save:

উভয় সঙ্কটে বিসিসিআই নির্বাচকরা। চ্যাম্পিয়ন্স ট্রফি দলে কাকে জায়গা দেবেন তাঁরা সে নিয়েই সিদ্ধান্ত নিতে রীতিমতো হিমশিম অবস্থা নির্বাচকদের। চতুর্থ পেসার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে কে ঢুকবেন এখন সেটাই মাথা ব্যথার কারণ তিন সদস্যের নির্বাচক কমিটির।

২৫ এপ্রিল ১৫ সদস্যের দল ঘোষণা করতেই হবে বিসিসিআইকে। আইসিসির এমনটাই নিয়ম। বেশিরভাগ দেশই তাদের দল ঘোষণা করে দিয়েছে। আগামী দু’দিনের মধ্যেই ভারতীয় দল যে ঘোষণা হয়ে যাবে সেটা নিশ্চিত। কিন্তু কে হবেন চতুর্থ পেসার আশিস নেহরা না মহম্মদ শামি? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। এখনও দল নির্বাচনের বৈঠক কবে হবে সে নিয়ে কোনও দিনক্ষণ নির্ধারিত হয়নি। কিন্তু বিসিসিআই চাইছে আগে রেভিনিউ নিয়ে আইসিসির সঙ্গে যে সমস্যা রয়েছে সেটা মিটিয়ে নিতে।

আরও খবর: বৃষ্টির ইডেনে প্রথমে ব্যাট করে ১৩১ রান কেকেআর-এর

শামি ভারতের হয়ে শেষ ওয়ান ডে খেলেছেন ২০১৫ বিশ্বকাপ সেমিফাইনালে। নেহরার ক্ষেত্রে ২০১১ বিশ্বকাপ সেমিফাইনালের পর আবার ফিরেচেন ২০১৬তে। যা খবর বিরাট কোহালি দলে চাইছেন নেহরাকে। নেহরার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছেন তিনি। সঙ্গে ওঁর ম্যাচ রিডিং ক্ষমতাকেও রাখতে চাইছেন তিনি। সেদিক থেকে দেখতে গেলে কিছুটা পিছিয়ে থাকছেন শামি। আইপিএল-এও যে নিয়মিত খেলছেন এমনটা নয়। অন্যদিকে, টেস্টে দারুণ খেলা উমেশ যাদব রয়েছেন। সঙ্গে আইপিএল-এও শুরুটা বেশ ভালই করেছেন। কানাঘুঁষো শোনা যাচ্ছে বাসিল থাম্পির দিকেও নজর থাকছে নির্বাচকদের। সকলেই এই মুহূর্তে মজে রয়েছেন থাম্পির ইয়র্কারে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE