কলিন দে গ্র্যান্ডহোম। ছবি: সংগৃহীত।
আন্দ্রে রাসেলকে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। তাই আইপিএল ১০ শুরুর আগেই তাঁর পরিবর্ত খুঁজে ফেলল গম্ভীর অ্যান্ড ব্রিগেড। আন্দ্রে রাসেলের জায়গা দলে নেওয়া হল নিউজিল্যান্ডের অল-রাউন্ডার কলিন দে গ্র্যান্ডহোমকে। যদিও অভিজ্ঞতার দিক থেকে অনেকটাই পিছিয়ে গ্র্যান্ডহোম। দেশের হয়ে মাত্র ছ’টি টেস্ট ম্যাচই খেলেছেন। সঙ্গে রয়েছে ন’টি ওয়ান ডে ও আটটি টি২০। এটাই হবে তাঁর প্রথম আইপিএল। হার্ড হিটার রাসেলের জায়গায় তাঁর উপরই ভরসা রাখতে চলেছেন শাহরুখ খানরা।
আরও খবর: উদ্বোধনী অনুষ্ঠান ৮ জায়গাতে, দশম আইপিএল-এ নয়া চমক
এমনিতে এ বার চোটের আইপিএল। শুরুর আগে থেকেই সব দলে হাহাকার। চোটের জন্য একের পর এক ছিটকে গিয়েছেন দলের সেরারা। বিশেষ করে ভারতীয়দের অবস্থা সব থেকে বেশি খারাপ। সেই তালিকায় বিরাট কোহালি থেকে রবিচন্দ্রন অশ্বিন সকলেই রয়েছেন। বিদেশিদের তালিকাটাও নেহাৎই কম নয়। কিন্তু রাসেলের বাদ পড়াটা চোটের জন্য নয়। এক বছরের জন্য এই জানুয়ারিতে তাঁকে নির্বাসিত করেছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। ৭ এপ্রিল রাজকোটে গুজরাতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল শুরু করবে কেকেআর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy