চিন্তিত: গোলকিপার কোচের সঙ্গে উদ্বিগ্ন মর্গ্যান। নিজস্ব চিত্র
ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যমা দেখানোর জন্য গোলকিপার রেহনেশ টিপি-কে বাড়ি পাঠিয়ে দিলেন ক্ষুব্ধ কোচ ট্রেভর জেমস মর্গ্যান। কিন্তু তা সত্ত্বেও নববর্ষের সকালে বিতর্ক অব্যাহত লাল-হলুদ শিবিরে!
ডিএসকে শিবাজিয়ান্স এফসি ম্যাচের আগে ফুটবলারদের উদ্বুদ্ধ করতে মর্গ্যান নন, ইস্টবেঙ্গল কর্তারা আস্থা রাখলেন প্রাক্তন তারকা শ্যাম থাপা, কাজল ঢালি ও কৃষ্ণেন্দু রায়ের উপর! এখানেই শেষ নয়। কর্তারা বাড়তি দায়িত্ব দিলেন অর্ণব মণ্ডল ও মেহতাব হোসেন-কে।
শনিবার সকালে অনুশীলনের পরেই ফুটবলারদেরই জানানো হয়েছিল টিম মিটিংয়ের কথা। জানতেন না শুধু মর্গ্যান সাংবাদিক বৈঠক শেষ করে তিনি বেরিয়ে যাওয়ার পরেই ড্রেসিংরুমে উইলিস প্লাজা, অর্ণব মণ্ডল-দের নিজের অভিজ্ঞতার কাহিনি শুনিয়ে উজ্জীবিত করেন মূলত শ্যাপ থাপা-ই।
কী বললেন ফুটবলারদের? জাতীয় দলের প্রাক্তন তারকা বললেন, ‘‘ওদের বলেছি, ব্যর্থতার হতাশাই সমর্থকদের ক্ষোভের কারণ। সত্তর ও আশির দশকে নিয়মিত আমরা এই ধরনের বিক্ষোভের সম্মুখীন হতাম। ১৯৭৭ সালে মোহনবাগানে খেলার সময় টানা এক মাস সমর্থকরা শুধু মাত্র আমাদের হেনস্থা করার জন্যই মাঠে আসতেন। সেই অপমানের জবাব আমরা দিয়েছিলাম দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে।’’
শ্যাম থাপার সঙ্গে একমত ওয়েডসন আনসেলমে। মর্গ্যানের পাশে বসেই সাংবাদিক বৈঠকে তিনি বলে দিলেন, ‘‘সমর্থকদের এই বিক্ষোভ আরও আগে করা উচিত ছিল। ওদের বিরুদ্ধে আমার কোনও ক্ষোভ নেই। আমরাই দায়ী এই ধরনের পরিস্থিতির জন্য। এখন আমাদেরই ঘুরে দাঁড়াতে হবে।’’ আর মর্গ্যান বললেন, ‘‘ফুটবলাররা সকলেই জানে এই ম্যাচটার গুরুত্ব। আশা করি ওরা নিজেদের সেরা দিতেই মাঠে নামবে।’’
আরও পড়ুন: বারপুজোর সেই জৌলুস কোথায়
ওয়েডসনের ভাবনা শ্যাম থাপাকে মুগ্ধ করলেও তিনি ক্ষুব্ধ প্লাজা-র উপর। বললেন, ‘‘প্লাজা-কে বলেছি, ডার্বিতে তুমিই ছিলে ইস্টবেঙ্গলের ভরসা। অথচ অকারণে লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে গেলে। এক বারও ভাবলে না দলের কথা। তোমার কাছ থেকে আরও দায়বদ্ধতা আশা করে ক্লাব এবং সমর্থকরা।’’
নবর্ষের সকালে আশ্চর্যজনকভাবে বদলে গিয়েছিল লাল-হলুদ শিবিরের আবহও। চব্বিশ ঘণ্টা আগেই সমর্থকদের বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল পরিস্থিতি। কিন্তু শনিবার বারপুজোকে কেন্দ্রে করে রীতিমতো উৎসবের মেজাজ!
যে সমর্থকরা শুক্রবার সকালে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন প্লাজা-দের উদ্দেশে, তাঁরাই এ দিন ব্যস্ত হয়ে পড়লেন সেলফি তুলতে।
পরিবর্তনের ইঙ্গিত প্রথম একাদশেও। রবিবার চলতি আই লিগে প্রথম ম্যাচ খেলতে নামছেন গোলকিপার শুভাশিস রায়চৌধুরী। রক্ষণে ফিরছেন অর্ণব মণ্ডল। মাঝমাঠেও বদলের সম্ভাবনা। নতুন বছরে ইস্টবেঙ্গলে সুদিন ফেরে কি না, সেটাই এখন দেখার।
রবিবার
ইস্টবেঙ্গল বনাম ডিএসকে শিবাজিয়ান্স (বারাসত, বিকেল ৪.৩৫)।
মুম্বই এফসি বনাম চেন্নাই সিটি এফসি (সন্ধে ৭.০৫)।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy