Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Virat Kohli

‘বিরাটের কাছ থেকে শেখা উচিত পাকিস্তানের ক্রিকেটারদের’

পাকিস্তানি ক্রিকেটারদের ব্যর্থতা খুঁজতে গিয়ে বিরাট কোহালির প্রসঙ্গ টেনে আনলেন পাকিস্তানের অন্যতম সেরা তিন ক্রিকেটার ওয়াসিম আক্রম, সাকলিন মুস্তাক এবং শোয়েব আখতার। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যাট শো-তে বিরাটের প্রশংসা শোনা গেল তাঁদের মুখে।

বিরাট বন্দনা

বিরাট বন্দনা

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৭ ১৮:৫৮
Share: Save:

পাকিস্তানি ক্রিকেটারদের ব্যর্থতা খুঁজতে গিয়ে বিরাট কোহালির প্রসঙ্গ টেনে আনলেন পাকিস্তানের অন্যতম সেরা তিন ক্রিকেটার ওয়াসিম আক্রম, সাকলিন মুস্তাক এবং শোয়েব আখতার। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যাট শো-তে বিরাটের প্রশংসা শোনা গেল তাঁদের মুখে।

পাকিস্তানি ক্রিকেটাররা কেন ফিটনেসে পিছিয়ে? রানিং বিটুউইন দ্য উইকেটে অন্যান্য দেশের তুলনায় স্লো, এমন সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিরাটের প্রসঙ্গ টেনে আনেন ওয়াসিম আক্রম। তিনি বলেন, “সময়ের সঙ্গে ক্রিকেট যে ভাবে এগোচ্ছে, সব সময় নজরে রাখা উচিত।” বিরাটের উদাহরণ দিয়ে বলেন, “কোহালি জানে কী ভাবে রান তাড়া করে ম্যাচ জিততে হয়। এখনই ১৭টি সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছে সে।” শুধু এখানেই থেমে যাননি আক্রম। পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্য বলেন, “কোনও লজ্জা না করে সিনিয়রদের কাছে কোহালি পরামর্শ শোনে। পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের এটাও শেখা উচিত।” একই আক্ষেপের সুর শোনা গেল পাকিস্তনের প্রাক্তন অফ স্পিনার সাকলিন মুস্তাকের মুখেও। ট্রেনিংয়ের সময় বিরাটকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা শেয়ার করেন ওই চ্যাট শোয়ে। প্র্যাকটিসের সময় কোহালি ভুট্টা খাচ্ছিল। তা দেখে সাকলিন জিজ্ঞাসা করায় বিরাট জানায়, ফিট থাকার জন্য রুটি খাওয়া ছেড়ে দিয়েছে। সাকলিন বলেন, “বিরাট ভীষণ নিয়ম মেনে চলে। প্র্যাকটিস, জিম থেকে খাওয়া, ঘুম সব কিছু নিয়মের মধ্যে থাকে।”

দেখুন সেই ভিডিও

বিরাটের এই সাফল্যকে স্বীকার করে নেন শোয়েব আখতারও। পাকিস্তানের টিভি চ্যানেলে বসে, তিন ক্রিকেটারের মুখে বিরাটের প্রশংসার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন- মাহি-যুবরাজের ব্যাটে তৈরি হল যে সব রেকর্ড

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE