মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত।
হতাশাকে দূরে ঠেলে অনুশীলনে ফিরলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। হতাশার নিউজিল্যান্ড সফর শেষে ২২ জানুয়ারি দেশে ফেরা এই ক্রিকেটার শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের নেটে ব্যাটিং অনুশীলন করেন। অবশ্য তাঁর ফিটনেস ট্রেনিং শুরু হয়েছিল আরও দুদিন আগে। আশার কথা মুশফিক ধীরে ধীরে ফিটনেস ফিরে পাচ্ছে।
শুধু মুশফিকই নন, ভারত সফরের আগে ইমরুল ও মুমিনুল ফিট হয়ে যাবেন বলে আশাবাদী বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশিস বিশ্বাস চৌধুরী। এ সম্পর্কে তিনি বলেন, ‘‘মুশফিক অনুশীলনে ফিরেছে এটা আমাদের জন্য খুবই ভাল খবর। তা ছাড়া ইমরুলের ব্যথাও পুরোপুরি সেরে গিয়েছে। ৩১ জানুয়ারি আবার তাঁর পরীক্ষা করা হবে। মুমিনুলের চোটও অনেকটাই ভাল, আশা করছি সেও ভারত সফরের আগে সেরে উঠবে।’’
আরও খবর: সাকিবের উপর চটেছেন বিসিবি সভাপতি
নিউজিল্যান্ড সফর বাংলাদেশ দলের জন্য খুবই হতাশার ছিল। একে তো দলের পারফরম্যান্স খুব একটা ভাল হয়নি, দ্বিতীয়ত, বেশ কয়েকজন ক্রিকেটারের চোট দলকে আরও বেশি ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। ওপেনার ইমরুল কায়েসের উরুতে, অধিনায়ক মুশফিকুর রহিম মাথায় আঘাত পান এবং মিডল অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক পাজরে চোট পান। তাই সিরিজের দ্বিতীয় টেস্টের আগেই দলের বাইরে চলে যেতে হয়েছে তাঁদের।
শুধু তাই নয়, নিউজিল্যান্ড সফরের শুরুতেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন মুশফিক। ক্রাইস্টচার্চের প্রথম ওয়ানডেতে ৪২ রান করে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মাঠ থেকে উঠে যেতে হয় তাঁকে। তাই পরের দুটি ওয়ানডেসহ দুই ম্যাচের টি২০ সিরিজে দর্শক হয়ে ছিলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy