Advertisement
০৫ অক্টোবর ২০২৪
Sports News

টেস্ট বোলিংয়ের শীর্ষে এক সঙ্গে দুই ভারতীয়

টেস্ট বোলিংয়ের শীর্ষে একসঙ্গে অশ্বিন-জাডেজা। এতদিন ছিলেন এক ও দু’য়ে। এ বার শীর্ষে যৌথভাবে। প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে জয় এসেছে। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে জাডেজা ছ’উইকেট নিয়েছিলেন, দ্বিতীয় ইনিংসে সেই একই কাজ করে যান অশ্বিন। তাঁর ছ’উইকেটে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়া।

টেস্ট বোলিংয়ের শীর্ষে এই দুই বোলার। অশ্বিন ও  জাডেজা। ছবি: পিটিআই।

টেস্ট বোলিংয়ের শীর্ষে এই দুই বোলার। অশ্বিন ও জাডেজা। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৭ ১৪:৪৮
Share: Save:

টেস্ট বোলিংয়ের শীর্ষে একসঙ্গে অশ্বিন-জাডেজা। এতদিন ছিলেন এক ও দু’য়ে। এ বার শীর্ষে যৌথভাবে। প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে জয় এসেছে। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে জাডেজা ছ’উইকেট নিয়েছিলেন, দ্বিতীয় ইনিংসে সেই একই কাজ করে যান অশ্বিন। তাঁর ছ’উইকেটে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়া। ৭৫ রানে জয় তুলে নেয় ভারত। দুই ইনিংস মিলে জাডেজার নামের পাশে লেখা হয় সাত উইকেট। অশ্বিনের আট। এই প্রথম এক নম্বরে জায়গা করে নিলেন রবীন্দ্র জাডেজা। ২০০৮ এর পর আবার এই প্রথম একসঙ্গে দু’জন টেস্ট বোলিংয়ের শীর্ষে। ২০০৮এর এপ্রিলে ডেল স্টেইন ও মুথাইয়া মুরলীধরন একসঙ্গে টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন। তার পর আবার এই। তবে সে বার দুই দেশের দু’জন ছিলেন। এ বার কিন্তু একই দেশের দু’জন। দু’জনেরই পয়েন্ট ৮৯২। তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার জোস হ্যাজেলউড। রয়েছেন ৮৬৩ পয়েন্টে।

আরও খবর: ম্যাচ জিতে বিতর্ক উসকে দিলেন বিরাট কোহালি

ব্যাটিংয়ে তিন নম্বরে নেমে গেলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। তাঁর থেকে মাত্র এক পয়েন্ট আগে দ্বিতীয় স্থানে রয়েছেন জো রুট। শীর্ষে স্টিভ স্মিথ। বোলিংয়ের সঙ্গে সঙ্গে টেস্ট অল-রাউন্ডার র‌্যাঙ্কিংয়েও রাজত্ব করছে ভারত। যদিও এক নম্বর স্থান রয়েছে বাংলাদেশের দখলে। ৪৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিব আল হাসান। দ্বিতীয় স্থানে ৪৩৪ পয়েন্ট নিয়ে রয়েছেন অশ্বিন। তৃতীয় স্থানে ৩৬০ পয়েন্ট জাডেজা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE