India needs to do these things to make a comeback in Bengaluru dgtl
India vs Australia
বেঙ্গালুরুতে কামব্যাক করতে যে স্ট্র্যাটেজিক পরিবর্তনগুলি করতেই হবে বিরাটদের
প্রথম টেস্টে গো হারা হেরে ব্যাকফুটে চলে যাওয়া ভারত শনিবার বেঙ্গালুরুতে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়ার। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে যাওয়া স্মিথ অ্যান্ড কোং যে কোহালিদের বিরুদ্ধে প্রথম টেস্টে এ ভাবে ঘুরে দাঁড়াবে, তা আন্দাজ করতে পারেনি অতি বড় ক্রিকেট বিশেষজ্ঞ।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৭ ১৫:২৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৬
জয়ন্ত যাদবের বদলে করুণ নায়ার: না ব্যাট না বল, কোনও বিভাগেই পুণে টেস্টে ছাপ ফেলতে পারেননি জয়ন্ত যাদব। পুণের ব্যাটিং ব্যর্থতাকে মাথায় রেখে ৭ ব্যাটসম্যানের ছকে ফেরা উচিত বিরাটের। সে ক্ষেত্রে জয়ন্ত যাদবের জায়গায় আসা উচিত ফর্মে থাকা করুণ নায়ারের।
০২০৬
টসে জিতে ব্যাটিং: ভারতের পর পর টেস্ট জেতার অন্যতম কারণ ছিল টসে জেতা এবং প্রথমে ব্যাটিং নেওয়া। মাইকেল ক্লার্কের মতে, ভারতের মাটিতে টেস্টে প্রাধান্য রাখতে হলে স্পিন ভাল খেলার পাশাপাশি অবশ্যই টসে জিতে প্রথমে ব্যাটিং করা উচিত। আগামিকালও টসে জিতলে বিরাট যেন প্রথমে ব্যাটিং নিতে ভুল না করেন।
০৩০৬
ডিআরএসের সঠিক ব্যবহার: টেস্টে ডিআরএস নেওয়া শুরু করার পর থেকে ৫৫টি আবেদনের মধ্যে মাত্র ১৭টি ঠিক আবেদন করেছে ভারত। এত খারাপ ডিআরএসের ব্যবহার আর কোনও দেশ করেনি। বেঙ্গালুরুতে রিভিউ সিস্টেমের ব্যবহার ভাল করতেই হবে কোহালিদের।
০৪০৬
ফিল্ডিংয়ের উন্নতি: পুণে টেস্টের একমাত্র শতরানকারি স্টিভ স্মিথের ক্যাচই দু’বার ফেলেছিল ভারত। এ ছাড়াও ছিল অসংখ্য মিস ফিল্ডিং। বেঙ্গালুরু টেস্টে এই বিভাগে অবশ্যই উন্নতি করতে হবে ভারতকে।
০৫০৬
বোলিংয়ে উন্নতি: পুণে টেস্টে তেমন ভাল বল করতে পারেনি অশ্বিন-জা়ডেজা জুটি। একেবারে ব্যর্থ জয়ন্ত যাদবও। টেস্ট জিততে হলে এই জুটিকে ভাল বল করতেই হবে।
০৬০৬
ব্যাটিংয়ে উন্নতি: পুণে টেস্টে দুই ইনিংস মিলিয়ে ভারত যা রান করেছে, স্টিভ স্মিথ এবং মিচেল স্টার্ক জুটি তার থেকে বেশি রান করেছে। টেস্ট জিততে বিরাট-পূজারাদের ব্যাট ঝলসে উঠতেই হবে।