দলকে জেতালেন মণীশ। ছবি: এএফপি।
শেষ ছ’বলে দরকার ১৩ রান। মিচেল মার্শের বলে তখন নন স্ট্রাইকারে মণীশ পাণ্ডে। স্ট্রাইক নিচ্ছেন ক্যাপ্টেন কুল। তখনও পর্যন্ত একটি বাউন্ডারি ছাড়া বড়ই ম্রিয়মান ধোনি। প্রথম বল ওয়াইড। দ্বিতীয় বলেই বিশাল এক ছক্কা হাঁকালেন মহেন্দ্র সিংহ ধোনি। বোধহয় সিরিজের সেরা ছয়টা মারলেন তিনিই। পরের বলে ধোনি আউট হলেও আটকানো যায়নি ভারতকে। বা বলা ভাল মণীশ পাণ্ডেকে। পরের বলে বাউন্ডারি হাঁকিয়ে নিজে সেঞ্চুরি করার পাশাপাশি দলকে সিরিজের প্রথম জয়টাও এনে দিলেন তিনি।
পাঁচ ম্যাচের সিরিজে ৪-০-য়ে পিছিয়ে শনিবার সিডনিতে মাঠে নামে ভারত। ওয়ান ডে-তে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে সিডনিই শেষ ভরসা ধোনিদের কাছে। শেষ ম্যাচের মতো এ দিনও টসে জিতে ফিল্ডেংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। দলে হয়েছে দু’টি পরিবর্তন। আহত ভূবনেশ্বর কুমার এবং আজিঙ্ক রাহানের জায়গায় দলে এসেছেন জসপ্রিত বুমরাহ এবং মণীশ পাণ্ডে। অস্ট্রেলিয়া দলেও হয়েছে একাধিক পরিবর্তন। ফর্মে থাকা গ্লেন ম্যাকসওয়েল এবং গত ম্যাচের সেরা রিচার্ডসনের জায়গায় দলে এসেছেন শন মার্শ এবং বোল্যান্ড।
ভারত ভাল শুরু করলেও ওয়ার্নার-মার্শের দাপটে ৩৩০ রান তোলে অস্ট্রেলিয়া। সেঞ্চুরি করলেন দু’জনেই। অভিষেকে জসপ্রিত বুমরাহ দু’উইকেট নিয়ে নজর কাড়লেন। ভাল বল করলেন ইশান্তও।
ব্যাট করতে নেমে শুরুটা দারুন করেন ধবন-রোহিত জুটি। ওপেনিংয়ে ১২৩ রানের পার্টনারশিপ করেন তাঁরা। ৭৮ রানে আউট হন ধবন। এক রানের জন্য সেঞ্চুরি ফস্কান রোহিত। এর পরে দলের হাল ধরেন মণীশ। ৮১ বলে শতরান করে ম্যাচ জেতান তিনি। ম্যান অব দ্য ম্যাচ হন তিনিই। আর ম্যান অব দ্য সিরিজ হন রোহিত শর্মা।
• পরের বলেই চার মেরে সেঞ্চুরি করলেন মণীশ পাণ্ডে। ২ বল বাকি থাকতেই ম্যাচ জিতলে ভারত।
• শেষ ওভারে মার্শকে ছয় মেরে পরের বলেই আউট হলেন ধোনি।
• শেষ ১৬ বলে ৩০ রান দরকার ভারতের।
• শেষ ৩০ বলে ৪৬ রান দরকার ভারতের। মণীশ পাণ্ডে ৮০ এবং ধোনি ১৬ রানে অপরাজিত।
• ৪৫ ওভারে ভারত ২৮৫/৩।
• ৪০ ওভারে ভারত ২৫৪/৩। মণীশ ৬২ এবং ধোনি ৬ রানে অপরাজিত।
• আউট হলেন রোহিত শর্মা। ৩৬ ওভারে ভারত ২৩৬/৩।
• ৩২ ওভারে ভারত ২০৯/২। রোহিত ৮৫ এবং মণীশ ৩৬ রানে অপরাজিত।
• ২৫ ওভারে ভারত ১৫৯/২। রোহিত ৬৩, মণীশ ১০ রানে অপরাজিত।
• ২২ ওভারে ভারত ১৩৯/২। রোহিত ৫০ এবং মণীশ পাণ্ডে ১ রানে অপরাজিত।
• হাফ সেঞ্চুরি করলেন রোহিত শর্মা।
• রান পেলেন না বিরাট কোহলি। ৮ রানে হেস্টিংসের বলে আউট হলেন তিনি।
• ১৮.২ ওভারের শেষে ভারত ১২৩/১।
• ৭৮ রানে আউট হলেন ধবন। হেস্টিংসের বলে আউট হলেন তিনি।
• ১৪ ওভারের শেষে ভারত ৯৩/০। শিখর ৫৭, রোহিত ৩৬ রানে অপরাজিত।
• নাথান লিয়ঁর বলে ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি করলেন শিখর ধবন।
• ৮ ওভার শেষে ভারত ৫২/০। শেষ তিন ওভারে উঠল ৩২ রান। ধবন ৪১ এবং রোহিত ১৮ রানে অপরাজিত।
• তিন ওভার শেষে ভারত ৮/০।
• বিশাল স্কোর তাড়া করতে নেমে সাবধানে শুরু করল ভারত।
• ১০২ রানে অপরাজিত রইলেন মিচেল মার্শ।
• ৩৩০ রানে শেষ হল অস্ট্রেলিয়ার ইনিংস।
• ৪৯ ওভারে অস্ট্রেলিয়া ৩২৬/৭
• সেঞ্চুরি করলেন মিচেল মার্শ।
• বুমরাহর বলে বোল্ড হলেন ফকনার।
• উমেশ যাদবের বলে ৩৬ রানে আউট হলেন ওয়েড।
• ৪৬ ওভারে অস্ট্রেলিয়া ৩০২/৫। মিচেল মার্শ ৮৮ এবং ম্যাথিউ ওয়েড ২৯ রানে অপরাজিত।
• ৩০০ পেরল অস্ট্রেলিয়া।
• ৪১ ওভারে অস্ট্রেলিয়া ২৫৬/৫। মিচেল মার্শ ৬৮ রানে অপরাজিত।
আউট স্মিথ। উল্লসিত ভারতীয় শিবির। ছবি: এএফপি।
• ৩৯ ওভারে অস্ট্রেলিয়া ২৩৫/৫।
• ১২২ রান করে ইশান্তের বলে আউট হলেন ডেভিড ওয়ার্নার।
• হাফ সেঞ্চুরি করলেন মিচেল মার্শ।
• ৩৬ ওভারের শেষে অস্ট্রেলিয়া ২১১/৪।
• সেঞ্চুরি করলেন ওয়ার্নার।
• সেঞ্চুরির দোড়গোড়ায় ওয়ার্নার। ৩২ ওভারে অস্ট্রেলিয়া ১৯৭/৪।
• ওয়ার্নারের ব্যাটে ভর করে অস্ট্রেলিয়া ২৯ ওভারে ১৬২/৪। ওয়ার্নার অপরাজিত ৮৪, মিচেল মার্শ অপরাজিত ১৬।
• হাফ সেঞ্চুরি করলেন ওয়ার্নার।
• ২২ ওভার শেষে অস্ট্রেলিয়া ১১৯/৪।
• ২২তম ওভারে রান আউট হলেন শন মার্শ।
• ২০ ওভার শেষে অস্ট্রেলিয়া ১০৯/৩।
• ১৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ৭৮/৩।
• ঋষি ধবনের লেগকাটারে আউট হলেন জর্জ বেইলি।
• বুমরাহর শর্ট বল পুল করতে গিয়ে আউট হলেন স্টিভ স্মিথ। ১২ ওভার শেষে অস্ট্রেলিয়া ৬৪/২।
• দলের হাল ধরলেন ওয়ার্নার-স্মিথ। ১০ ওভারে অস্ট্রেলিয়া ৬১/১।
• এক ওভার শেষে অস্ট্রেলিয়া ৬/১।
• ইশান্ত শর্মার প্রথম ওভারেই ফিরে গেলেন অ্যারন ফিঞ্চ।
আরও পড়ুন:
যে ৮ স্লেজিংয়ের ঘটনা ইতিহাস মনে রাখবে
দলে নিজের মানসিকতার আরও কয়েক জনকে দরকার বিরাটের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy