ডিআরএস নিয়ে কোহালি, স্মিথের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছে না আইসিসি। মঙ্গলবার ম্যাচ জিতে স্টিভ স্মিথের বিরুদ্ধে ডিআরএস নিয়ে অনৈতিক কাজের অভিযোগ তুলেছিলেন বিরাট কোহালি। তা নিয়ে আবার বুধবার মুখ খুলেছে দুই দেশের ক্রিকেট বোর্ডই। দু’পক্ষই যার যার অধিনায়কের পাশেই দাঁড়িয়েছে। আইসিসি মিডিয়া রিলিজে পরে জানিয়ে দেয় তারা কোনও পদক্ষেপ নিচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেট কমিটি। বলা হয়, ‘‘বিশেষ এই বিষয়টিতে আইসিসি কোনও সিদ্ধান্ত নিচ্ছে না। আমরা দুই দলকেই বলছি তৃতীয় টেস্টের জন্য ঝাপাতে। যেটা রাঁচিতে রয়েছে আগামী সপ্তাহে। তার আগে ম্যাচ রেফারি দুই অধিনায়ককে ডেকে সাবধান করে দেবে যাতে যার যা দায়িত্ব সঠিক পথে পালন করে তারা।’’ যদিও যদি কেউ ভুল করে থাকে সেটা স্মিথ। অন্যায়ভাবে ডিআরএস নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে আইসিসি কোনও পদক্ষেপ না নেওয়ায় বিরক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসিতে আবেদন জানানোর কথাও ভাবছে বিসিসিআই।
আরও খবর: ডিআরএস বিতর্কে দুই অধিনায়কের পাশে দুই দেশের ক্রিকেট বোর্ড
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy