ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের বাকি তিন টেস্টের দলে এলেন ভুবনেশ্বর কুমার। পিঠের চোট কাটিয়ে ওঠায় ১৬ জনের দলে ভুবনেশ্বরকে ডেকে নেওয়া হল। বাদ পড়লেন গৌতম গম্ভীর। যার ফলে মনে করা হচ্ছে এর পরে গম্ভীরের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা খুব কঠিন হয়ে গেল।
ইডেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে পাঁচ উইকেট তুলে নেওয়া ভুবনেশ্বর ছ’সপ্তাহ চোটের জন্য মাঠের বাইরে ছিলেন। চোট থেকে সেরে উঠে মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে নেমেছিলেন। দু’ইনিংস মিলিয়ে ৩৬ ওভার বল করার পাশাপাশি উইকেটও পান তিনি। গম্ভীর বাদ পড়ায় দলে দুই বিশেষজ্ঞ ওপেনার এখন মুরলী বিজয় এবং কেএল রাহুল। পাশাপাশি শনিবার মোহালিতে শুরু তৃতীয় টেস্টে ইংল্যান্ড প্রথম এগারোয় রাখতে পারে জস বাটলারকে। বেন ডাকেটের জায়গায়।
এখনও পর্যন্ত সিরিজে ইংল্যান্ড পেসাররা দাপট দেখালেও টিম ইন্ডিয়ার পেসারদের প্রশংসাও কিন্তু কম হচ্ছে না। মহম্মদ শামি যেমন। অ্যালিস্টার কুকের স্টাম্প ভেঙে দু’টুকরো করে দিয়েছিলেন। প্রায় নতুন বলে রিভার্স সুইংটাও করাচ্ছেন দুর্দান্ত। বিশাখাপত্তনমে ভারতের জয়ের পিছনে শামির নামটাও উঠে আসছে দারুণ ভাবে।
শামি বলছেন, ‘‘সিরিজে এখনও তিনটে টেস্ট বাকি। তাই বিশাখাপত্তনমের টেস্ট জয়টা আমাদের কাছে খুব দামি। প্রথম টেস্ট ড্র হওয়ায় সিরিজে আমাদের লিড নেওয়াটা জরুরি ছিল। যাতে আরও আত্মবিশ্বাস নিয়ে পরের টেস্টে নামতে পারি।’’
অ্যালিস্টার কুকের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানের উইকেট ছিটকে দেওয়ার তৃপ্তি কেমন? শামি বলেন, ‘‘ফাস্ট বোলার হিসেবে ব্যাটসম্যানের স্টাম্প ছিটকে দেওয়ার ছবিটা আলাদা তৃপ্তির। একটা আলাদা আত্মবিশ্বাস এনে দেয়। নিজের উপর গর্ব হয়।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘টেস্ট ম্যাচ বোলিং করাটা ধৈর্যের ব্যাপার। আমি চাইছিলাম প্রথমে কুক শরীর থেকে দূরে খেলুক। সে ভাবেই বলটা রেখে গিয়েছি টানা। তারপর হঠাৎ একটা বল ভিতরের দিকে এনে ওকে চমকে দিয়েছিলাম। ওর ব্যাট আর প্যাডের মাঝখানে সামান্য ফাঁক ছিল। সেই সুযোগটা কাজে লাগিয়ে ওকে বোল্ড করেছি।’’
শামির মতে ভাল বোলিং করতে গেলে পার্টনারের সঙ্গে বোঝাপড়াটাও ততটাই ভাল হওয়া জরুরি। তাঁর সঙ্গে পার্টনার উমেশ যাদবের যেমন। ‘‘উমেশের মতো টানা ১৪০ প্লাস গতিতে বল করে যাওয়ার মতো কেউ অন্য প্রান্তে থাকাটা ভাল ব্যাপার। ওর বোলিংটা দেখে পিচের চরিত্র অনেকটা বুঝে নেওয়া যায়। নিজের বোলিংয়ের পরিকল্পনাটাও আরও ভাল ভাবে কাজে লাগানো যায়। বোলিং পার্টনারের সঙ্গে যত বেশি বোঝাপড়া থাকবে তত ভাল।’’
তা ছাড়া শামি, উমেশদের সঙ্গে তাই ভুবনেশ্বর কুমার যোগ দেওয়ার ক্যাপ্টেন বিরাট কোহালির কাছে পেস বোলিং বিকল্প বেড়ে গেল। যেটা বিশাখাপত্তনমে ইংল্যান্ড বধের পর টিম ইন্ডিয়ার ‘ফিল গুড’ পরিবেশে যে আরও জৌলুস বাড়াবে সন্দেহ নেই।
ইংল্যান্ড-বধের পর মঙ্গলবার ভারতীয় ক্রিকেটাররা ফুরফুরে মেজাজে। ক্যাপ্টেন বিরাট কোহালিকে এ দিন যেমন ভক্তদের এক অনুষ্ঠানে লুধিয়ানায় দেখা গেল। তেমনই বিশাখাপত্তনম বিমানবন্দরে অপেক্ষারত টিম ইন্ডিয়ার নতুন নায়ক জয়ন্ত যাদব ব্যস্ত ছিলেন ভক্তদের সঙ্গে তাঁর পছন্দের গান, সিরিয়ালের ঠিকানা ভাগ করে নিতে। জয়ন্তর পছন্দের গানের তালিকায় সুরকার হ্যানস জিমার, ড্রেক যেমন আছেন তেমনই সিরিয়ালও ভালবাসেন তিনি। একটি জনপ্রিয় সিরিয়ালের কয়েকটা পর্ব টেস্টের ব্যস্ততায় দেখা হয়নি। এই সুযোগে সেটাও দেখে নিতে চান।
শেষ তিন টেস্টের দল: বিরাট কোহালি (ক্যাপ্টেন), অজিঙ্ক রাহানে, কেএল রাহুল, মুরলী বিজয়, চেতেশ্বর পূজারা, করুণ নায়ার, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, মহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, হার্দিক পাণ্ড্য।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy