Advertisement
০৬ নভেম্বর ২০২৪

ডার্বির দামামার মধ্যেই দুই কোচের হুঙ্কারে সরগরম ময়দান

কার লড়াইটা বেশি কঠিন? গতবারের চ্যাম্পিয়ন কোচ সঞ্জয় সেনের না ইস্টবেঙ্গল কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের? সঞ্জয় সেনের সামনে রয়েছে প্রত্যাশার চাপ। তার উপর আই লিগের প্রথম দুটো ম্যাচই জিতে নিয়েছে মোহনবাগান। এমন অবস্থায় পর পর দু’বার ডার্বি জয়ের স্বপ্ন দেখছেন বাগান সমর্থকরা।

সাংবাদিক সম্মেলনে দুই কোচ সঞ্জয় সেন ও বিশ্বজিৎ ভট্টাচার্য।

সাংবাদিক সম্মেলনে দুই কোচ সঞ্জয় সেন ও বিশ্বজিৎ ভট্টাচার্য।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৬ ২০:৩১
Share: Save:

কার লড়াইটা বেশি কঠিন? গতবারের চ্যাম্পিয়ন কোচ সঞ্জয় সেনের না ইস্টবেঙ্গল কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের? সঞ্জয় সেনের সামনে রয়েছে প্রত্যাশার চাপ। তার উপর আই লিগের প্রথম দুটো ম্যাচই জিতে নিয়েছে মোহনবাগান। এমন অবস্থায় পর পর দু’বার ডার্বি জয়ের স্বপ্ন দেখছেন বাগান সমর্থকরা। ইস্টবেঙ্গল কোচের সামনে অবশ্য অন্য লড়াই। প্রথম দু’ম্যাচ থেকে চার পয়েন্টই পেয়েছে দল। ডার্বি জিতলে তিন পয়েন্টের সঙ্গে মানসিকভাবে অনেকটাই এগিয়ে যাবে। অনেকদিন আই লিগ আসেনি ইস্টবেঙ্গলের ঘরে। সেটাই চাপে রেখেছেন কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যকে। তাই হয়তো বলে দিলে‌ন, ‘‘বড় দলের কোচেরা কখনওই স্বস্তিতে থাকে না।’’ ইস্টবেঙ্গল কোচের চেয়ারে বসে যে এই মুহূর্তে তিনি খুব একটা স্বস্তিতে নেই সেটাও বোঝা গেল। স্বস্তি পেতে ডার্বি জয় খুব প্রয়োজন। মোহনবাগান কোচ সঞ্জয় সেন অবশ্য অভ্যেস মতো তুলনা টানলেন মোরিনহো, ওয়েঙ্গারের মতো কোচদের। তাঁকে ঘিরে যে একটি প্রশ্ন বার বার ঘুরে ফিরে আসে তা তিনি জানেন। কোনও বড় দলে না খেলে বড় দলের কোচিং করানো কতটা কঠিন। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বড় টিমে না খেললে যে বড় দলের কোচিংয়ে সাফল্য পাওয়া যাবে না সেটা কে বলেছে। বিশ্ব ফুটবলে এমন অনেক উদাহরণ রয়েছে।’’

মাঠের লড়াই শুরুর আগে মোহনবাগান ক্লাব তাঁবুতে মুখোমুখি হয়েছিল দুই প্রধানের দুই কোচ। যৌথ সাংবাদিক সম্মেলনে। নরমে-গরমে দু’জনেই দু’জনকে বুঝিয়ে গেলেন তৈরি লড়াইয়ের জন্য। ইস্টবেঙ্গলের তরফে কোচের সঙ্গে ছিলেন রবার্ট ও মোহনবাগানের ছিলেন বিক্রমজিৎ। আই লিগের শুরুতেই ডার্বি। এটার ভাল দিকটাই দেখছেন দুই কোচ। শুরুতে ডার্বির রেজাল্ট হয়ে গেলে পরবর্তী পরিকল্পনা করতে যে অনেকটাই সুবিধে হবে, বলে গেলেন ইস্টবেঙ্গল কোচ। তিনি বলেন, ‘‘খেলতেই হতো। সে আগে খেলি আর পরে। ১৬টা ম্যাচের মধ্যে এটাও আর একটা ম্যাচ।’’

ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ মানেই পরিসংখ্যান। কে এগিয়ে কে পিছিয়ে সেই নিয়ে চলে নানান টানা-পোড়েন। বিশ্বজিৎ অবশ্য পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিলেন এগিয়ে ইস্টবেঙ্গলই। তিনি বলেন, ‘‘পরিসংখ্যান যদি দেখেন তাহলে ডার্বিতে এগিয়ে আমরাই।’’ সঞ্জয় সেনের পাল্টা জবাব, ‘‘ও সব হিসেব আপনারা রাখুন। আমার কাছে কোনও খাতা-কলম নেই।’’ তবে দুই কোচই চাইছেন তিন পয়েন্টের জন্য ঝাঁপাতে। এমন অবস্থায় ইস্ট-মোহনের হাড্ডাহাড্ডি লড়াই ১৬ ম্যাচের আই লিগকে একটু হলেও আলো দেখাতে পারে।

মোহনবাগান : ইস্টবেঙ্গল (যুবভারতী, শনিবার বিকেল ৪.৩০)

আরও খবর: অনূর্ধ্ব-২২ এ ব্রেন্ডনেই ভরসা সঞ্জয় সেনের

ইস্টবেঙ্গলে রন্টির পাশে ডং

অন্য বিষয়গুলি:

east bengal mohunbagan derby
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE