এমসিসিতে সেই ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত।
এমন দৃশ্য বিশ্ব ক্রিকেটে সচরাচর দেখা যায় না। ক্রিকেটের জন্মলগ্ন থেকেই ক্রিকেট জেন্টলম্যান্স গেমস হিসেবে পরিচিত। ফুটবলের একদন বিপরিত। কিন্তু সেই ক্রিকেট মাঠেই কী না হাতাহাতি, ধাক্কাধাক্কি। তাও আবার খেলা চলতে চলতেই। সেই দৃশ্য ধরা পড়ল ক্যামেরাতেও। তার পরই ভাইরাল।
খেলা চলছিল নিজের ছন্দেই। গত সপ্তাহের ঘটনা। এমসিসিতে খেলতে নেমেছিল ইয়াকানদানদা বনাম এসকডেল। ফিল্ডিং করছিল ইয়াকানদানদা। তাদেরই এক পেসারের বলে আউট হন এসকডেলের ব্যাটসম্যান। স্বাভাবিকভাবেই পিচের মধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করে ফেলেন সেই বোলার। উচ্ছ্বাসের ধরন যদিও ব্যাঙ্গাত্মক ছিল। আউট হওয়া ব্যাটসম্যানের মুখের সামনে গিয়ে হাততালি দিতে থাকেন তিনি। কিন্তু আউট হওয়া ব্যাটসম্যানের তা মোটেও পছন্দ হয়নি। বোলারকে উচ্ছ্বাস করতে করতে এগিয়ে আসতে দেখে তাঁকে সপাটে ধাক্কা দেন। তাতেই পরে যান সেই বোলার। তার পরই ছুটে আসেন ফিল্ডিং টিমের বাকিরা। তাঁরাও পাল্টা ধাক্কা দেন ব্যাটসম্যানকে। তিনিও ছিটকে পরেন। এই ধাক্কাধাক্কি চলতে থাকে আম্পায়াররা মধ্যস্থতা করার আগে পর্যন্ত।
আরও খবর: আইসিসি চেয়ারম্যান পদ থেকে আচমকা ইস্তফা শশাঙ্ক মনোহরের
দেখুন ভিডিও
এই প্রতিযোগিতার শীর্ষ কর্তা মাইকেল এরদেজ্যাক জানিয়েছেন, খেলা নিয়ে প্লেয়ারদের আবেগ থাকতেই পারে। কিন্তু সেটা কোনওভাবেই সীমা ছাড়ানো উচিত না। এই ঘটনা সেই সীমা ছাড়িয়ে গিয়েছে। যে বোলার উইকেটটি নিয়েছিলেন তাঁকে চার সপ্তাহ নির্বাসিত করা হয়েছে। ব্যাটসম্যান, যাঁর হাতে এই ঝামেলার সূত্রপাত তাঁকে ও যে সব ফিল্ডাররা এই জামেলায় জড়িয়েছিলেন তাঁদের আগামী বছরের জানুয়ারি মাস পর্যন্ত নির্বাসিত করা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy