প্লেন ক্র্যাশের পর উদ্ধার করা হচ্ছে নেতোকে। ছবি: সংগৃহীত।
কী ভাগ্যে প্রাণে বেঁচে গিয়েছিলেন, এখন ভাবলে নিজেই চমকে ওঠেন। চোখের সামনে দেখেছেন মৃত্যুর কোলে ঢলে পড়া সতীর্থদের। শেষ পর্যন্ত তিনি নিজে বেঁচে ফিরবেন সেটা বুঝতেও অনেক সময় লেগে গিয়েছে। আর এখন তিনি নিজের পায়ে হাঁটার চেষ্টা করছেন। তিনি নেতো। চাপেকোয়েন্স দলের জীবিত এই ফুটবলার প্রাণে তো বেঁচেছেনই। এখন ফুটবল মাঠে ফেরারও স্বপ্ন দেখছেন। ৩১ বছরের ডিফেন্ডার হেলিও হেরমিতো জাম্পিয়ার নেতো ফিরে পেয়েছেন নতুন জীবন।
দেখুন নাতোর প্রথম হাঁটার ছবি
🙏🏻
Chapecoense crash survivor Neto takes his first steps without crutches. 🙏🏻 pic.twitter.com/GXvaxxNdQ3
— Football Stuff (@FootbalIStuff) January 19, 2017
নেতো সেই ছ’জনের মধ্যে একজন যাঁরা সেই প্লেন ক্র্যাশে বেঁচে গিয়েছিলেন। ৭১ জনের মৃত্যু হয়েছিল। গত ২৮ নভেম্বরের ঘটনা। সোমবার ভোরে পুরো চাপেকোয়েন্স ফুটবল দল নিয়ে ভেঙে পড়ে এই লা মিয়ার ২৯৩৩ ফ্লাইটটি। ২০১৬ কোপা সুদামেরিকানের ফাইনাল খেলতে মেডেলিন যাচ্ছিল ব্রাজিলের এই ফুটবল দল। পৌঁছনো হয়নি আর। সেই নেতো এ বার ক্লাচ ছাড়া প্রথমবার হাঁটার চেষ্টা করলেন। ডাক্তাররাও আশাবাদী, একদিন ঠিক ফুটবল মাঠে ফিরতে পারবেন নেতো। তিনিও আশা দেখছেন। বলেন, ‘‘আমার বিশ্বাস আমি খুব দ্রুত মাঠে ফিরব। ভগবানের সাহায্যে চাপেকোয়েন্সের জার্সি পরে আবার মাঠে নামব।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy