দশম আইপিএল-এ বিরাট কোহালি কবে থেকে খেলতে পারবেন সেটা জানা যাবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। এপ্রিলের প্রথম সপ্তাহের শেষেই শুরু হয়ে যাচ্ছে আইপিএল ১০। শুরুতে যে ভারত অধিনায়ককে পাবে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সেটা প্রায় নিশ্চিত। এখনও অফিশিয়ালি কিছু জানানো না হলেও ঘটনার প্রবাহ যেদিকে যাচ্ছে তাতে ইঙ্গিত তেমনটাই। আইপিএল থেকে পুরোপুরি ছিটকে না গেলও শুরু থেকে খেলতে পারছেন না তিনি। শনিবারই বিসিসিআই-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বিরাটের চোট পরীক্ষা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে। বিসিসিআই শনিবার সেই তথ্য বিরাটের আইপিএল দল বেঙ্গালুরুকে জানিয়ে দিয়েছে। এই মুহূর্তে সুস্থ হওয়ার জন্য রিহ্যাবে রয়েছেন তিনি। বিসিসিআই প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে, ‘‘ডান হাতে চোটের পর এই মুহূর্তে ভারত অধিনায়ক রি-হ্যাবে রয়েছেন। ও কতটা সুস্থ হল সেটা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে দেখা হবে। তার পরই সিদ্ধান্ত নেওয়া হবে কবে মাঠে নামতে পারবেন তিনি।’’
আরও খবর: আবেগ প্রভাব ফেলছে বিরাট ব্যাটে, বলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
টানা ঘরের মাঠে সিরিজ খেলেছে ভারতীয় দল। নিউজিল্যান্ড সিরিজ থেকে শুরু। তার পর ইংল্যান্ড, বাংলাদেশের সঙ্গে একটি টেস্ট ও শেষে অস্ট্রেলিয়া। প্রায় বিশ্রামই পাননি বিরাটরা। যার ফল পর পর চোটে ছিটকে যাওয়া আইপিএল থেকে। আইপিএল থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। লোকেশ রাহুল। মুরলী বিজয়, উমেশ যাদব, রবীন্দ্রা জাডেজারাও রয়েছেন চোটের তালিকায়। এই অবস্থায় আইপিএল-এর আগে ক্লান্তিই যে সব থেকে বড় কারণ হল তা পরিষ্কার। বিসিসিআই-এর মেডিক্যাল টিম ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, অশ্বিনকে ৬-৮ সপ্তাহ রি-হ্যাবে থাকতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পুরো সুস্থ হয়ে উঠতেই এই সিদ্ধান্ত। ১ জুন থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। লোকেশ রাহুল ও মুরলী বিজয়কে নিয়ে বিসিসিআই-এর বক্তব্য, ‘‘লোকেশের অস্ত্রোপচার হবে বাঁ হাতে। হয়তো খেলতে পারবে না আইপিএল-এ। মুরলী বিজয়েরও অস্ত্রোপচার দরকার ডান কব্জিতে। ও হয়তো আইপিএল খেলতে পারবে না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy