গোল না পেলেও নজর কাড়লেন মেসি। ছবি: এপি।
আর্জেন্তিনা ৩ (লামেলা, লাভেজ্জি, কুয়েস্তা)
বলিভিয়া ০
৮০ মিনিটে মেসি-ক্যাম্পোসের মাথায় মাথায় ঠোকাঠুকি। বল দখলের লড়াইকে কেন্দ্র করে উত্তপ্ত বাক্য বিনিময়। বুধবারের কোপায় একপেশে ম্যাচে সাময়িক উত্তেজনা ছড়াল এই ঘটনা। ম্যাচ শেষে অবশ্য জার্সি বদলে বন্ধুত্বের হাত। এটাই হয়তো ফুটবলের মহিমা। বাকিটা শুধুই আর্জেন্তিনার হলেও প্রথমার্ধের গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হল মেসিদের। দ্বিতীয়ার্ধের শুরু থেকে মেসি নামলেও গোলের ব্যবধানে কোনও পরিবর্তন হল না। ফল সেই ৩-০। আগের ম্যাচেই হ্যাটট্রিক করা মেসির পা থেকে এদিন গোল না এলেও মেসির নামেই চাপে থাকল বলিভিয়া রক্ষণ। যে ক’বার বল পায়ে প্রতিপক্ষের বক্সে ঢুকলেন ততবারই পুরো শক্তি দিয়ে আটকাতে হল মেসিকে।
খেলাটা কি সত্যিই নিয়মরক্ষার ছিল? শুরু থেকে শেষ আর্জেন্তিনার লড়াই দেখে তা বোঝার উপায় ছিল না। ম্যাচ শুরুর আগে থেকেই গ্যালারিতে মেসি মেসি হুঙ্কার। যদিও ফুটবলের রাজপুত্র প্রথমার্ধ বসে থাকলেন রিজার্ভ বেঞ্চেই। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সিটেলের সেঞ্চুরিলিঙ্ক ফিল্ডে শুরু হয়ে গেল মেসিরাজ। শুধু গোলটাই এল না। চোটের জন্য ছিলেন না দি মারিয়াও। তবুও অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে স্বমহিমায় পাওয়া গেল নীল-সাদা জার্সিধারীদের। আগেই নকআউটে পৌঁছে গিয়েছে আর্জেন্তিনা। বলিভিয়া ইতিমধ্যেই ছিটকে গিয়েছে কোপা থেকে। তবুও জিতে শেষ আটে যাওয়াটাই ছিল লক্ষ্য। আর সেই লক্ষ্যে সফল আর্জেন্তাইন কোচ জেরার্ডো মার্টিনো।
এদিন শুরু থেকেই টিম ফর্মেশন বলে দিচ্ছিল আজ জেরার্ডোর ডিকশেনারিকে একটাই শব্দ ‘আক্রমণ’। যদিও প্রথমার্ধের গোলমুখি আক্রমণ হারিয়ে গেল দ্বিতীয়ার্ধের রক্ষনাত্মক বলিভিয়ার কাছে। আগুয়েরোকে প্রথম দলে নিয়ে এসে ৪-৩-৩ এ দল সাজিয়েছিলেন আর্জেন্তিনা কোচ। যার ফল প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যাওয়া। উল্টো দিকে আর্জেন্তিনার বিরুদ্ধে রক্ষণ শক্ত করতে বলিভিয়া নেমেছিল পাঁচ ডিফেন্সে। কিন্তু প্রথমার্ধে সেই রক্ষণ উড়ে গেল আগুয়েরো, হিগুয়াইন, কুয়েস্তাদের কাছে।
১৩ মিনিটেই আর্জেন্তিনার হয়ে খাতা খুললেন লামেলা। ২৫ গজ দুর থেকে তাঁর ফ্রিকিক বলিভিয়ান ওয়ালে ধাক্কা খেয়ে চলে গেল গোলে। দু’মিনিটের মধ্যেই ব্যবধান বাড়ালেন লাভেজ্জি। ক্রস থেকে হিগুয়াইনের হেড গোলকিপারের সামনেই পেয়ে গিয়েছিলেন লাভেজ্জি। চলতি বলেই তাঁর জোড়াল পাঞ্চ আটকানোর কথাও ভাবতে পারেননি বলিভিয়ার গোলকিপার। ৩২ মিনিটে ডানদিক থেকে আগুয়েরোর শট আটকে ফিরতেই লাভেজ্জির পাস থেকে চলতি বলেই কাজ সারলেন কুয়েস্তা। তখনই দেখা গেল রিজার্ভ বেঞ্চে উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতেই হিগুয়ানকে তুলে মেসিকে নামিয়ে বলিভিয়া গোলের সামনে আর্জেন্তিনার ছটফটানিটা আরও বাড়িয়ে দিলেন জেরার্ডো মার্টিনো। যদিও ম্যাচ শেষ হল প্রথমার্ধের স্কোর লাইনেই।
অন্য ম্যাচে পানামাকে ২-৪ গোলে হারিয়ে কোপার সেন্টেনারিওর কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল চিলি। চিলির হয়ে জোড়া গোল করলেন ভার্গাস ও সাঞ্চেজ।
আরও পড়ুন:
চোট লুকিয়ে রোনাল্ডো ইউরোয় আসেনি তো
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy