দুই পালোয়ান। কুস্তির তারকা ববিতা ফোগতের সঙ্গে ক্রিকেটের কিংগ কোহালি। মুম্বইয়ের এক অনুষ্ঠানে শুক্রবার। ছবি: পিটিআই।
স্বপ্ন দেখলে শুধু হবে না নিজের স্বপ্নের উপর বিশ্বাস থাকতে হবে। স্বপ্ন সত্যি করার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হবে। দেশের অ্যাথলিটদের শুক্রবার এই বার্তা দিলেন বিরাট কোহালি।
টানা চার সিরিজে ডাবল সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড করা ভারতীয় অধিনায়ক মুম্বইয়ে একটি অনুষ্ঠানে এ কথা বলেন। কোহালি বলেন, ‘‘আমার কথা যদি কাউকে সাহায্য করতে পারে, তা হলে আমি এই অনুষ্ঠানে যে খেলোয়াড়রা উপস্থিত আছে তাদের বলতে চাই, যদি বিশ্বাস রাখো তা হলে স্বপ্নকে ছুঁতে পারবে। আমি এই কথাটা মেনে চলি। প্রত্যেক দিন এই বিশ্বাসটা নিয়ে বাঁচি। তাতে আমি যে কোনও উচ্চতায় যেতে পারি। সেটা তোমাদের ক্ষেত্রেও হতে পারে।’’ সঙ্গে কোহালি আরও যোগ করেন, ‘‘এই কথাটা মাথায় রাখো, নিজেকে সেই জায়গায় নিয়ে যাও, যে তুমিও পারবে।’’
ভারতীয় অধিনায়ক পাশাপাশি প্রশংসা করেন মহিলা কুস্তিগির গীতা ও ববিতা ফোগতেরও। তিনি বলেন, ‘‘সম্প্রতি আমি এই দুই বোনের গল্পটা দেখলাম। হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। ছ’জন বোন। তাঁদের মধ্যে এই দু’জনের সাফল্যের কথা যে ভাবে সিনেমায় দেখানো হয়েছে, দারুণ। দেশের নাম অনেক উজ্জ্বল করেছ তোমরা।’’
দুই কুস্তিগিরের উদ্দেশে কোহালি বলেন, ‘‘দেশকে আরও উঁচুতে নিয়ে যাও। আমাদের সবাইকে আরও গর্বিত করো। যে ভাবে তোমরা করে এসেছ। আমিও নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব একই ভাবে দেশের নাম উজ্জ্বল করার।’’
শুধু দেশের নাম উজ্জ্বল করাই নয়, আসন্ন টেস্ট সিরিজে জিতলে কোহালিদের অর্থপ্রাপ্তিও নিশ্চিত। প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই ভারতীয় দলের সামনে দশ লক্ষ ডলার পুরস্কার জেতার সুযোগ।
আরও পড়ুন:
‘কোহালিকে স্লেজ করলে ব্যাট আর মুখ দুটোতেই পাল্টা জবাব দেবে’
চার টেস্টের সিরিজের প্রথম টেস্ট পুণেতে শুরু হচ্ছে ২৩ ফেব্রুয়ারি। ভারত যদি ১-০ এগিয়ে যেতে পারে এই টেস্টে তা হলে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখতে পারবেন বিরাট কোহালিরা। যার পুরস্কার হিসেবে আইসসিসির দশ লক্ষ ডলার পুরস্কার পাওয়াটাও নিশ্চিত হয়ে যাবে ভারতের।
টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে দু’নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। ভারতকে সরিয়ে শীর্ষে উঠে আসতে অস্ট্রেলিয়াকে অন্তত তিন টেস্টে জিততে হবে আর একটি টেস্টে ড্র করতে হবে। ১ এপ্রিলের মধ্যে যে দল শীর্ষে থাকবে তারাই আইসিসি-র এই দশ লক্ষ ডলার পুরস্কার জিতবে। তাই পুণেতে ভারত জিততে পারলেই কোহালিদের শীর্ষস্থানে থাকা নিশ্চিত হয়ে যাবে। ইডেনে গত বছর নিউজিল্যান্ডকে হারানোর পর থেকে টানা এক নম্বর জায়গাটা ধরে রেখেছে ভারতীয় দল।
ঘরের মাঠে কোহালিরা যে ফর্মে খেলছেন তাতে ভারতীয় সমর্থকরা নিশ্চিত প্রথম টেস্টে ভারত স্টিভ স্মিথের অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে। যে ফর্মে থাকাটা যে কোনও দলের কাছেই স্বপ্ন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy