Advertisement
০৫ নভেম্বর ২০২৪

চায়নাম্যান কুলদীপকে খেলানো হয় কি না কৌতূহল

স্টিভ ও’কিফের পাল্টা জবাব হিসেবে কি বেঙ্গালুরুতে কুলদীপ যাদবকে নামাচ্ছে কোহালির দল?

নজরে: কুলদীপ যাদব। ছবি: পিটিআই।

নজরে: কুলদীপ যাদব। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৭ ০৪:০৪
Share: Save:

স্টিভ ও’কিফের পাল্টা জবাব হিসেবে কি বেঙ্গালুরুতে কুলদীপ যাদবকে নামাচ্ছে কোহালির দল?

শুক্রবার সারাদিন ধরে এই প্রশ্ন নিয়েই উত্তাল হল রাহুল দ্রাবিড়ের শহর। আর. অশ্বিন নন, ভারতীয় স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি কৌতূহল সৃষ্টি হয়েছে কলকাতা নাইট রাইডার্সের চায়নাম্যান বোলারকে নিয়ে। চায়নাম্যান বোলার মানে বাঁহাতি লেগস্পিনার। যিনি বাঁ হাতে গুগলিও দিতে পারেন। স্যার গ্যারি সোবার্স যা করাতে পারতেন।

কুলদীপকে শুক্রবার ভারতীয় দলের নেটে খুব ব্যস্ত দেখিয়েছে। সেটা দেখেই প্রথম ইঙ্গিত ভেসে ওঠে যে, তাঁকে খেলানোর কথাই হয়তো ভাবা হচ্ছে। সাধারণত টেস্টের আগের দিন নেটে কাউকে বেশিক্ষণ ব্যাট করানো বা বল করানো মানে তাঁর খেলার সম্ভাবনাই থাকে। তাই প্রশ্ন উড়তে থাকে, কুলদীপ যদি কোহালিদের ভাবনাতেই না থাকেন তা হলে কেন তাঁকে এত গুরুত্ব দেওয়া হবে আগের দিন নেটে?

অধিনায়ক কোহালি সাংবাদিক সম্মেলনে এলে তাঁকে জিজ্ঞেস করা হয় কুলদীপকে কি খেলানোর কথা ভাবা হচ্ছে? কোহালি ভাঙতে চাননি। বলেন, ‘‘আমাদের মাথায় একাধিক ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত প্রথম একাদশ কী হবে, সেটা ম্যাচের আগেই ঠিক করব।’’ অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ অবশ্য সরাসরি জানিয়ে দেন, পুণের প্রথম একাদশই তাঁরা নামাচ্ছেন।

ভারতীয় শিবিরের হাবভাব দেখে মনে হচ্ছে, দু’টো পরিবর্তন হতে পারে বেঙ্গালুরুতে। অফস্পিনার জয়ন্ত যাদবের জায়গায় কুলদীপ যাদব আর ইশান্ত শর্মার বদলে ভুবনেশ্বর কুমার।

অন্য বিষয়গুলি:

Kuldeep Yadav Second Test India-Australia Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE