Advertisement
১১ জুন ২০২৪
Viral Picture

Viral: পিৎজার মাঝে বসানো প্লাস্টিকের টেবল! রহস্য জানলে হতবাক হবেন

ওই টেবলকে পিৎজা কাটার ভেবে বসলে ভুল করবেন।

পিৎজার মাঝে বসানো সেই টেবল। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম।

পিৎজার মাঝে বসানো সেই টেবল। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২১ ১৫:১৩
Share: Save:

বিশ্বে পিৎজাপ্রেমীর অভাব নেই। পিৎজা তো খেয়েছেন অনেক। না খেয়ে থাকলে নিদেনপক্ষে দেখেছেন তো বটেই। সম্প্রতি পিৎজার একটি ছবি নেটমাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে।

সাধারণত পিৎজা টুকরো করেই বাক্সে ভরে দেওয়া হয় বা গ্রাহকদের পরিবেশন করা হয়। সম্প্রতি পিৎজার যে ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে ঠিক মাঝ বরাবর প্লাস্টিকের ছোট একটি টেবল বসানো। কেন এই টেবল? পিৎজার মাঝেই বা বসানো হয়েছে কেন? এই প্রশ্ন রহস্য তৈরি করেছে পিৎজাপ্রেমীদের মধ্যে।

ওই টেবলকে পিৎজা কাটার ভেবে বসলে ভুল করবেন। তা হলে? সেই রহস্যোদ্ঘাটন করা যাক এ বার।

আসলে ওই টেবলটিকে ‘পিৎজা স্টুল’ বলা হচ্ছে। বাক্সের ভিতরে থাকা পিৎজায় যাতে বাক্সটি লেগে না যায় অর্থাৎ বাক্সটিকে মজবুত ভাবে ধরে রাখতেই ওই আয়োজন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Picture pizza Table
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE