Advertisement
E-Paper

‘অপারেশন সিঁদুর’-এ নিহত পাঁচ জঙ্গির পরিচয় প্রকাশ্যে! দু’জন লশকরের এবং তিন জন জইশের: দাবি সরকারি মাধ্যমে

‘অপারেশন সিঁদুর’ চলাকালীন পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নিহত পাঁচ জঙ্গির নামপরিচয় প্রকাশ্যে এসেছে। ওই পাঁচ জনের মধ্যে দু’জন লশকর-এ-ত্যায়বা এবং তিন জন জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল। এমনটাই দাবি করা হয়েছে সরকারি সংবাদমাধ্যম ডিডি নিউজ়ের সমাজমাধ্যম পাতায়।

পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে ‘অপারেশন সিঁদুর’-এর পরের দৃশ্য।

পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে ‘অপারেশন সিঁদুর’-এর পরের দৃশ্য। ছবি: রয়টার্স।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৬:০০
Share
Save

পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে জঙ্গিদের আস্তানায় গত মঙ্গলবার এবং বুধবারের রাতে ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন নিহত পাঁচ জঙ্গির পরিচয় প্রকাশ্যে এসেছে। ওই পাঁচ জনের মধ্যে দু’জন লশকর-এ-ত্যায়বা এবং তিন জন জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল। জইশ জঙ্গিনেতা মৌলানা মাসুদ আজ়হারের দুই আত্মীয় রয়েছে ওই তালিকায়। তার মধ্যে এক জন কন্দহার বিমান অপহরণকাণ্ডে অন্যতম ‘ওয়ান্টেড’ তালিকায় ছিল।

ভারত সরকার গত বুধবার সাংবাদিক বৈঠক করে জানিয়েছিল, নির্দিষ্ট ভাবে জঙ্গিঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। যদিও নিহত জঙ্গিদের নাম-পরিচয় সরকারি ভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই এবং সরকারি সংবাদমাধ্যম ডিডি নিউজ় পাঁচ জঙ্গির নাম প্রকাশ করেছে, যারা ‘অপারেশন সিঁদুরে’ নিহত হয়েছে।

ওই সূত্রের দাবি, লশকর-এ-ত্যায়বার জঙ্গি মুদস্‌সর খাদিয়ান খাস ওরফে মুদস্‌সর ওরফে আবু জুন্দলের মৃত্যু হয়েছে ওই অভিযানে। মুরিদকে অঞ্চলে মারকজ় ত্যায়বার দায়িত্বে ছিল সে। পাকিস্তানের এক সরকারি স্কুলে তার শেষকৃত্যের প্রার্থনা হয়েছে। পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জামাত-উদ্‌-দাওয়া (জিইউডি)-র নেতা হাফিজ় আবদুল রাউফ উপস্থিত ছিলেন। ডিডি নিউজ়ের সমাজমাধ্যম পাতায় জানানো হয়েছে, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের এক পুলিশকর্তা এবং পাক সেনার এক কর্তব্যরত লেফটেন্যান্ট জেনারেলও ওই শেষকৃত্যের প্রার্থনায় উপস্থিত ছিলেন। নিহত ওই জঙ্গিকে সেখানে পাক সেনার তরফে ‘গার্ড অফ অনার’ও দেওয়া হয়েছে।

ঘটনাচক্রে, ২৬/১১-র মুম্বই হামলাতেও আবু জুন্দল নামে এক জঙ্গির নাম উঠে এসেছিল। সে-ও লশকরের জঙ্গি। তবে ‘অপারেশন সিঁদুরে’ নিহত জঙ্গি সেই আবু জুন্দল নয়। ২৬/১১ হামলায় অভিযুক্ত জঙ্গির নাম ছিল জ়াবিউদ্দিন আনসারি ওরফে আবু জুন্দল। ২০১২ সালে সৌদি আরব থেকে তাকে ভারতে প্রত্যর্পণ করা হয়। ২০০৬ সালের ঔরঙ্গাবাদ অস্ত্র উদ্ধার মামলাতেও অন্যতম অভিযুক্ত ছিল সে। ২০১৬ সালে ওই মামলায় জুন্দলকে দোষী সাব্যস্ত করে মহারাষ্ট্রের আদালত এবং বর্তমানে সে ভারতীয় জেলে বন্দি।

‘অপারেশন সিঁদুরে’ নিহত হয়েছে খালিদ ওরফে আবু আকাশা নামে আরও এক লশকর জঙ্গি। ডিডি নিউজ় এবং এএনআই সূত্রের দাবি, জম্মু ও কাশ্মীরে একাধিক জঙ্গিহানায় যুক্ত ছিল খালিদ। আফগানিস্তান থেকে অস্ত্রপাচারেও তার যোগ ছিল বলে ওই সূত্রের দাবি। পাকিস্তানের ফয়সলাবাদে ওই জঙ্গির শেষকৃত্যের সময়েও পাক সেনা আধিকারিকেরা উপস্থিত ছিলেন বলে দাবি করা হচ্ছে। ফয়সলাবাদের ডেপুটি কমিশনারও সেখানে ছিলেন বলে দাবি ওই সূত্রের।

এ ছাড়া জইশ-ই-মহম্মদের তিন নিহত জঙ্গির নামপরিচয়ও প্রকাশ্যে এসেছে। তাদের মধ্যে রয়েছে জঙ্গিনেতা মৌলানা মাসুদ আজ়হারের আত্মীয় হাফিজ় মুহম্মদ জ়ামিল। এই জঙ্গি জইশের হয়ে অর্থসংগ্রহ এবং তরুণ সমাজের মধ্যে কট্টরপন্থী ভাবধারা ছড়ানোর কাজ করত। মারকজ় সুভান আল্লাহ-র দায়িত্বে ছিল এই জঙ্গি। মাসুদ আজ়হারের অপর এক আত্মীয় মুহম্মদ ইউসুফ আজ়হারেরও মৃত্যু হয়েছে ওই অভিযানে। জইশ জঙ্গিদের অস্ত্রপ্রশিক্ষণের দায়িত্বে ছিল এই জঙ্গিনেতা। জম্মু ও কাশ্মীরে একাধিক জঙ্গি হানায় নাম জড়িয়েছে তার এবং আইসি-৮১৪ অপহরণ কাণ্ডেও ‘ওয়ান্টেড’ তালিকায় ছিল এই জইশ নেতা। গত বুধবার ভারতীয় সশস্ত্র বাহিনীর অভিযানে মৃত্যু হয়েছে জইশ জঙ্গি মহম্মদ হাসান খানের। পাক অধিকৃত কাশ্মীরে জইশ জঙ্গিগোষ্ঠীর অন্যতম কমান্ডার মুফতি আসগর খান কাশ্মীরির ছেলে সে। কাশ্মীরে বেশ কিছু জঙ্গিহানা পরিচালনার অভিযোগ রয়েছে এই জঙ্গির বিরুদ্ধে।

সংক্ষেপে
  • সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
  • সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
India Pakistan Tension Indian Army India Pakistan Conflict Operation Sindoor

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

ক্যানসেল করতে পারবেন আপনার সুবিধামতো

Best Value
প্রতি বছরে

৫১৪৮

১৯৯৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
প্রতি মাসে

৪২৯

১৬৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।