Advertisement
১০ জুন ২০২৪
eid

Eid Ul Fitr: রবিবার দেখা মেলেনি চাঁদের, মঙ্গলবার দেশ জুড়ে পালিত হবে ইদ

ইমাম বলেন, ‘‘কোথাও চাঁদ দেখা যায়নি। তাই সোমবার রমজানের শেষ দিন হিসেবে গণ্য হবে এবং মঙ্গলবার পালিত হবে ইদ-উল-ফিতর।’’

ফাইল ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ মে ২০২২ ২২:৫০
Share: Save:

রবিবার চাঁদের দেখা মেলেনি। তাই ৩ মে, মঙ্গলবার রমজান মাসের সমাপ্তিতে দেশ জুড়ে পালিত হবে ইদ।

নয়াদিল্লির ফতেহপুরি মসজিদের ইমাম মুফতি মুকররম আহমেদ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মসজিদের রুয়েত-ই-হিলাল কমিটি দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার-সহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানতে পেরেছে, রবিবার সন্ধেয় কোনও জায়গা থেকেই চাঁদ দৃশ্যমান হয়নি।

ইমাম বলেন, ‘‘কোথাও চাঁদ দেখা যায়নি। তাই সোমবার রমজানের শেষ দিন হিসেবে গণ্য হবে এবং মঙ্গলবার পালিত হবে ইদ-উল-ফিতর।’’ একই কথা জানিয়েছেন মারকাজি চাঁদ কমিটির প্রধান খালিদ রশিদ ফিরঙ্গি মাহালি।

গত দু’বছর ধরে করোনার ছায়ায় ইদে উদ্‌যাপন ছিল স্তিমিত। এ বছর যখন করোনার জন্য জারি করা বেশির ভাগ বিধিনিষেধ উঠে গিয়েছে, তখন এই উৎসব পালনেও খুশির ঝলক দেখা যাবে বলেই মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

eid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE