Advertisement
১১ জুন ২০২৪

পিটার মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিটে খুনের অভিযোগ আনল সিবিআই

শিনা বোরা খুনের মামলায় প্রাক্তন মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দিল সিবিআই।পিটারের বিরুদ্ধে সিবিআই খুন, তথ্যপ্রমাণ লোপাট ও খুনের চক্রান্তের অভিযোগ এনেছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:৫৪
Share: Save:

শিনা বোরা খুনের মামলায় প্রাক্তন মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা চার্জশিটে খুনের অভিযোগ আনল সিবিআই।

পিটারের বিরুদ্ধে দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই খুন, তথ্যপ্রমাণ লোপাট ও খুনের চক্রান্তের অভিযোগ এনেছে।

মুম্বইয়ে সিবিআইয়ের বিশেষ ম্যাজিস্ট্রেটের আদালতে মঙ্গলবার ওই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে সিবিআই।

আরও পড়ুন- ভ্যালেন্টাইন সেলিব্রেট করতে গিয়ে প্রেমিকার বাড়িতে খুন হলেন প্রেমিক

সূত্রের খবর, আজ আদালতে সিবিআইয়ের পেশ করা সাপ্লিমেন্টারি চার্জশিটে শিনা বরা খুনে পিটারের কী ভূমিকা ছিল, শুধু তারই তথ্যপ্রমাণ দাখিল করা হয়েছে। ওই খুনের ঘটনার পিছনে পিটারের সম্পত্তির কী ভূমিকা ছিল, তার তথ্যপ্রমাণ সহ পরে আরও একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে সিবিআই। কন্যা শিনা বোরাকে খুনের মামলার প্রধান অভিযুক্ত পিটারের স্ত্রী ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে গত বছরের ১৯ নভেম্বর গ্রেফতার করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cbi police court file case
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE