ব্যাখ্যা না-পেলে পাল্টা পদক্ষেপ করা হবে! ভারতে ছ’টি ইউটিউব চ্যানেল বন্ধ হতেই হুঁশিয়ারি দিল বাংলাদেশ। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণে প্রথমে চারটি, পরে বাংলাদেশের আরও দু’টি চ্যানেল বন্ধ করার জন্য ইউটিউব কর্তৃপক্ষের কাছে আর্জি জানায় ভারত সরকার। সেই মতো ওই চ্যানেলগুলির সম্প্রচার ভারতে বন্ধ করে দেয় ইউটিউব।
এই প্রসঙ্গে মুখ খোলেন বাংলাদেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি দফতরের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানান, কী কারণে এই পদক্ষেপ, বাংলাদেশ সরকার তা ইউটিউব কর্তৃপক্ষের কাছে জানতে চাইবে। যদি স্পষ্ট ব্যাখ্যা না-পাওয়া যায়, তা হলে পাল্টা পদক্ষেপ করার হুঁশিয়ারিও দেন তিনি। ফয়েজ বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’কে বলেন, “এটা ভারতের রাজনৈতিক পদক্ষেপ। সে ক্ষেত্রে বাংলাদেশও একই পদক্ষেপ নেবে। কারণ বাংলাদেশ এসবের মধ্যে জড়াতে চায়নি।”
যে ছ’টি চ্যানেলকে ভারতে বন্ধ করা হয়েছে, সেগুলির প্রত্যেকটিই বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের। চ্যানেলগুলি খুললেই ইংরেজিতে যে লেখা দেখা যাচ্ছে, তার বাংলা তর্জমা অনেকটা এই রকম— “এই বিষয়বস্তুটি বর্তমানে এই দেশে আর প্রবেশযোগ্য নয়। কারণ এটি জাতীয় নিরাপত্তা বা শৃঙ্খলা সংক্রান্ত সরকারি আদেশের আওতায় আছে।”