Advertisement
১১ জুন ২০২৪
Monkeypox

দিল্লিতে মাঙ্কিপক্স সংক্রমিত আরও এক আফ্রিকার নাগরিক, ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৩

ভারতে এখনও পর্যন্ত মোট ১৩ জন এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এঁদের মধ্যে আটটি ঘটনাই দিল্লির। রাজধানী শহরে এখনও পর্যন্ত পাঁচ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২২ ১২:৩৪
Share: Save:

রাজধানী দিল্লিতে আরও এক জন মাঙ্কিপক্স আক্রান্তের হদিস মিলল। আক্রান্ত ৩০ বছরের মহিলাকে এলএনজেপি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে সরকারি সূত্রের খবর। তাঁর দেহে ফোস্কা, জ্বর-সহ মাঙ্কিপক্সের নানা উপসর্গ রয়েছে। এ বারও মাঙ্কিপক্স আক্রান্ত আফ্রিকার নাগরিক। ওই মহিলা নাইজিরিয়ার বাসিন্দা বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।

ভারতে এখনও পর্যন্ত মোট ১৩ জন এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এঁদের মধ্যে আটটি ঘটনাই দিল্লির। সেখানে আক্রান্তদের অধিকাংশই আফ্রিকার নাগরিক। মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে কেরলে। ত্রিশূরে মাঙ্কিপক্সে সংক্রমিত হয়ে ২২ বছর বয়সি এক যুবকের মৃত্যু হয়েছিল অগস্টে।

দিল্লিতে মাঙ্কিপক্স ভাইরাসে সংক্রমিতদের মধ্যে এখনও পর্যন্ত পাঁচ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। দিল্লির স্বাস্থ্য দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে আরও এক ব্যক্তির দেহে মাঙ্কিপক্স সংক্রমণের উপসর্গ দেখা গিয়েছে। নমুনা পরীক্ষার পাশাপাশি তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Monkeypox Delhi Health african
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE