Advertisement
১০ জুন ২০২৪
Crime

বেঙ্গালুরুর রাস্তায় মাদক বিক্রি ও ‘নীতিবহির্ভূত’ কাজে জড়িত অভিযোগে আটক বিদেশি-সহ ২৬

অভিযোগ, বেঙ্গালুরুর নানা এলাকায় মাদক বিক্রি করছিলেন বেশ কয়েক জন বিদেশি তরুণ-তরুণী। এলাকাগুলিতে পাচার চক্রের এজেন্টের কাজ করছিলেন তাঁরা। ধৃতদের মধ্যে ২৫ জন বিদেশি নাগরিক।

Representational Image of Arrested person

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
বেঙ্গালুরু শেষ আপডেট: ১৮ জুন ২০২৩ ১৯:৪৯
Share: Save:

বেঙ্গালুরুর একাধিক এলাকায় মাদক বিক্রি করার অভিযোগে বিদেশি নাগরিক-সহ ২৬ জনকে আটক করল পুলিশ। ওই এলাকাগুলির রাস্তায় নানা ‘নীতিবহির্ভূত’ কাজে লিপ্ত ছিলেন বলেও ধৃতদের বিরুদ্ধে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গালুরুর এমজি রোড, ব্রিগেড রোড এবং চার্চ স্ট্রিটে শনিবার রাতে আচমকা হানা দেন পুলিশ আধিকারিকেরা। অভিযোগ, শহরের অভিজাত এলাকা হিসাবে পরিচিত ওই রাস্তাগুলিতে মাদক বিক্রি করছিলেন বেশ কয়েক জন বিদেশি তরুণ-তরুণী। এলাকাগুলিতে পাচার চক্রের এজেন্টের কাজ করছিলেন তাঁরা। ধৃতদের মধ্যে ২৫ জন বিদেশি নাগরিক। অভিযুক্তেরা মাদক সেবন করতেন কি না, তা পরীক্ষা করে দেখা হবে।

সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার শ্রীনিবাস গৌড়়ার নেতৃত্বে ওই অভিযান চালানো হয়েছিল। ডিসিপি গৌড়া ছাড়াও এই অভিযানে দু’জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ছ’জন ইনস্পেক্টর, ১০ জন কনস্টেবল, পুলিশের মহিলাকর্মী-সহ মোট ৫৯ জন ছিলেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

রবিবার সংবাদমাধ্যমের কাছে ডিসিপি গৌড়া বলেন, ‘‘শনিবারের অভিযানে মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে দু’জন বিদেশি নাগরিকের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।’’ তিনি জানিয়েছেন, আটক ব্যক্তিদের মধ্যে ছ’জনের বিরুদ্ধে নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট ভাঙার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি, এক তরুণীর বিরুদ্ধে পুলিশকে কর্তব্যে বাধা দেওয়া অভিযোগ উঠেছে। ডিসিপি গৌড়ার দাবি, ‘‘ধৃতদের বিরুদ্ধে মাদক সেবন করা ছাড়াও রাস্তায় উপদ্রব করার অভিযোগ রয়েছে। এ ছাড়া, ধৃতেরা দেহব্যবসায় মধ্যস্থতাকারী হিসাবে জড়িত বলে সন্দেহ। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রমাণ মেলেনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Bengaluru Bengaluru Police Drug Smuggling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE