হার্ট অ্যাটাকের কারণে প্রতি বছর অগণিত মানুষ প্রাণ হারান। এই নিঃশব্দ ঘাতক যে কোনও সময়ে হানা দিতে পারে। তাই সময় থাকতে সাবধান হওয়া উচিত। পাঁচটি পদ্ধতি অনুসরণ করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমতে পারে।
আরও পড়ুন:
১) সারা দিন বাড়িতে বসে থাকা উচিত নয়। চিকিৎসকদের একাংশ জানিয়েছেন, বাড়ির বাইরে দিনের একটা বড় সময় কাটাতে পারলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যেতে পারে। টাটকা বাতাস, সূর্যালোক এবং শরীরের নড়াচড়া হৃদ্পিণ্ডকে ভাল রাখে।
২) শরীরের বিশ্রামের প্রয়োজন হয়। তার জন্য চাই ভাল ঘুম। ঘুম ভাল হলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যেতে পারে। কিন্তু ব্যস্ত রুটিনে তা কী ভাবে করা সম্ভব? চিকিৎসকদের একাংশের পরামর্শ, নিয়মিত রাত্রে ঘুমানোর সময় এক ঘণ্টা এগিয়ে আনতে পারলে, সমস্যা হবে না।
৩) মোবাইল ছাড়া আমাদের জীবন এখন অচল। কিন্তু যদি কেউ ‘স্ক্রিন টাইম’ কমাতে পারেন, সে ক্ষেত্রে ভাল ঘুম হবে। ক্লান্তি দূর হবে। ফলে হৃদ্পিণ্ডের সুস্বাস্থ্য বিষয়ক নানা কাজে আরও সময় ব্যয় করা সম্ভব হবে।
৪) বাড়ির বাইরে পা রাখতে হলে জুতো আবশ্যক। কিন্তু চিকিৎসকদের অনেকে মনে করেন, কখনও কখনও খালি পায়ে হাঁটা শরীরের পক্ষে ভাল। মাটি বা ঘাসের সঙ্গে ত্বকের স্পর্শ শরীর এবং মনের জন্যও ভাল। খালি পায়ে ঘুরলে তা শরীরের রক্ত সঞ্চালনে সাহায্য করে। ফলে তা হৃদ্পিণ্ডকেও ভাল রাখতে সাহায্য করে।
৫) ধূমপান এবং মদ্যপান ত্যাগ করতে পারলে ভাল। মাথায় রাখতে হবে, হার্ট অ্যাটাক এতটাই দ্রুত হতে পারে, যে অনেক ক্ষেত্রে পর্যাপ্ত সময় হাতে থাকে না। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত।